৬ বছর আগে স্কুল ছাত্রীর সঙ্গে ঘটেছিল ন্যক্কারজনক ঘটনা! অবশেষে সাজা ঘোষণা বিচারকের, কতটা খুশি পরিবার
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
ছ'বছর আগে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার রায় দান হল বুধবার। দিনটা ছিল ২০১৯ সালের ৬ আগস্ট। বরাবাজার থানা এলাকায় ১৫ বছর বয়সী এক স্কুল ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল।
পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি: ছ’বছর আগে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার রায় দান হল বুধবার। দিনটা ছিল ২০১৯ সালের ৬ আগস্ট। বরাবাজার থানা এলাকায় ১৫ বছর বয়সী এক স্কুল ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকা মূল অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং সহযোগী দু-জনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিলেন পুরুলিয়া জেলা আদালতের সেকেন্ড কোর্টের বিচারক শ্রী রানা দাম।
অভিযুক্তরা হল গণেশ কর্মকার, পশুপতি মাহাতো ও গৌতম কর্মকার। সেই সময় পরিবারের অভিযোগের ভিত্তিতে বরাবাজার থানায় মামলা রুজু করা হয়। থানায় কর্মরত অফিসার হেমন্ত সাহার উপর ঘটনার তদন্তভার দেওয়া হয়। শুরু হয় তদন্ত। তারপরেই তিন অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। দীর্ঘদিন মামলা চলার পর বুধবার রায়দান করেন বিচারক।
advertisement
advertisement
এ বিষয়ে পুরুলিয়া জেলা আদালতের সরকারি আইনজীবী আনোয়ার আলী আনসারী বলেন, “২০১৯ সালে ৬ আগস্ট ১৫ বছর বয়সী ওই নাবালিকা স্কুল থেকে বাড়ি ফিরছিল। সেই সময় তাদের একটি নতুন বাড়ি তৈরি হচ্ছিল। নাবালিকা মেয়েটি এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার সময় রাস্তাতেই অভিযুক্তরা তাকে দাঁড় করায়। তারপরই সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান তারা। সেখানেই ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই ঘটনারই রায়দান হল বুধবার। নির্যাতিতাকে পাঁচ লক্ষ টাকা কম্পান্সেশন দেওয়ার কথা জানিয়েছেন বিচারক। টানা ছ’বছর ধরে মামলা চলার পর অবশেষে দোষীদের সাজা ঘোষণা হল। এতে খুশি নির্যাতিতার পরিবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 10:08 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৬ বছর আগে স্কুল ছাত্রীর সঙ্গে ঘটেছিল ন্যক্কারজনক ঘটনা! অবশেষে সাজা ঘোষণা বিচারকের, কতটা খুশি পরিবার