Purulia News: জমজমাট শপিং, জিভে জল আনা সব খাবার! নতুন বছরের আগমনে ২০ দিনের বিশাল আয়োজন আদ্রায়
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Purulia News: নতুন বছরের শুরুতে এই মিনাবাজার এখন শুধু কেনাকাটার জায়গাই নয়, বরং আনন্দ উদযাপনের এক কেন্দ্র হয়ে উঠেছে।
পুরুলিয়া, শান্তনু দাস: নতুন বছরের সূচনালগ্নে পুরুলিয়া জেলার আদ্রার ডিভিসি কলোনিতে বসে এক বিশেষ আকর্ষণ, মিনা বাজার। এই বাজারে বাইরের থেকে আগত বিভিন্ন ধরনের খাবার, মনিহারি জিনিসপত্র, জামা, কাপড়সহ নানান পণ্য এক ছাতার তলায় পাওয়া যায়, যা নতুন বছরের সূচনালগ্নে গ্রামবাসীদের কাছে এক বড় উৎসবের আনন্দ নিয়ে আসে।
মূলত বর্ষবরণের আনন্দ ভাগ করে নেওয়া এবং পুরনো বছরকে বিদায় জানানোর উদ্দেশ্যেই এই মেলার আয়োজন হয়ে থাকে গ্রামবাসীদের উদ্যোগে। গত তিন বছর ধরে নিয়মিতভাবে ডিভিসি কলোনির ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে এই মিনাবাজার, যা ধীরে ধীরে এলাকার একটি পরিচিত উৎসবে পরিণত হয়েছে।
আরও পড়ুন: পাহাড়, জল, ইতিহাস…! বড়দিনে চিনে নিন বাঁকুড়ার জমাটি ৫ স্পট, কাতারে কাতারে বাড়ছে পর্যটকদের ভিড়
গ্রামের প্রবীণ বাসিন্দা প্রভাকর প্রসাদ শ্রীবাস্তব জানান, “নতুন বছরকে স্বাগত জানানো আর পুরনো বছরকে বিদায়, এই দুই আনন্দকে একসঙ্গে মিলিয়েই আমাদের এই মিনাবাজারের আয়োজন। এখন শুধু ডিভিসি কলোনির মানুষই নয়, আশপাশের বিভিন্ন এলাকার মানুষজনও এখানে ভিড় জমান।” অন্যদিকে মেলা কমিটির যুগ্ম সম্পাদক তপন পরামানিক বলেন, “এবার আমাদের মিনাবাজার তৃতীয় বর্ষে পা রাখল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় ২০ দিনব্যাপী চলা এই মিনা বাজারে প্রতিবছরই দর্শনার্থীদের উপস্থিতি ও উৎসাহ ক্রমশ বাড়ছে। বাড়ছে মিনাবাজারের জনপ্রিয়তা। ভবিষ্যতে এই মেলাকে আরও বড় ও আকর্ষণীয় করে তোলার জন্য আমরা সমস্ত গ্রামবাসী একসঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছি।” নতুন বছরের শুরুতে এই মিনাবাজার এখন শুধু কেনাকাটার জায়গাই নয়, বরং মিলনমেলা ও আনন্দ উদ্যাপনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Dec 25, 2025 1:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: জমজমাট শপিং, জিভে জল আনা সব খাবার! নতুন বছরের আগমনে ২০ দিনের বিশাল আয়োজন আদ্রায়









