Bankura Tourism: পাহাড়, জল, ইতিহাস...! বড়দিনে চিনে নিন বাঁকুড়ার জমাটি ৫ স্পট, কাতারে কাতারে বাড়ছে পর্যটকদের ভিড়
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Bankura Tourism: বড়দিনে বাঁকুড়া মানেই শীতের আমেজে পাহাড়, ড্যাম আর ইতিহাসের হাতছানি। শুশুনিয়া, বড়দি পাহাড়, মুকুটমনিপুর, বিষ্ণুপুর ও গাংদুয়া ড্যামে জমে ওঠে পিকনিকের মেজাজ।
বড়দিনে বাঁকুড়া মানেই শীতের নরম রোদ, কুয়াশা আর প্রকৃতির নিবিড় আলিঙ্গন। পাহাড়, জঙ্গল আর জলাধারের মাঝে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে গোটা জেলা। পর্যটকদের ভিড়ে নতুন প্রাণ পায় শুশুনিয়া, মুকুটমনিপুর থেকে বিষ্ণুপুর। বাঁকুড়ায় বড়দিন মানেই শহরের কোলাহল ছেড়ে শান্ত, আনন্দময় এক ছুটির ঠিকানা। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দোপাধ্যায়)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শুশুনিয়া পাহাড়ে বড়দিন মানেই অ্যাডভেঞ্চার আর প্রকৃতির অনন্য মেলবন্ধন। শীতের সকালে হালকা কুয়াশার চাদরে মোড়া পাহাড়চূড়া, ছোট ছোট ঝরনা আর শাল–পলাশের জঙ্গলে ঘেরা পরিবেশে ক্রিসমাস পিকনিকের আনন্দ যেন দ্বিগুণ হয়ে ওঠে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সারাদিন আড্ডা, ছবি তোলা আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বড়দিনে শুশুনিয়ায় ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। এই উৎসবের আমেজে উচ্ছ্বসিত পর্যটক রোহন ভট্টাচার্য বলেন, “এটাই সময়! বাঁকুড়া ঘুরতে পেরে দারুণ লাগছে। দারুণ ঠান্ডা আর শীতের আমেজ সঙ্গে ক্রিসমাস।” (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দোপাধ্যায়)







