Bankura Tourism: পাহাড়, জল, ইতিহাস...! বড়দিনে চিনে নিন বাঁকুড়ার জমাটি ৫ স্পট, কাতারে কাতারে বাড়ছে পর্যটকদের ভিড়

Last Updated:
Bankura Tourism: বড়দিনে বাঁকুড়া মানেই শীতের আমেজে পাহাড়, ড্যাম আর ইতিহাসের হাতছানি। শুশুনিয়া, বড়দি পাহাড়, মুকুটমনিপুর, বিষ্ণুপুর ও গাংদুয়া ড্যামে জমে ওঠে পিকনিকের মেজাজ।
1/6
বড়দিনে বাঁকুড়া মানেই শীতের নরম রোদ, কুয়াশা আর প্রকৃতির নিবিড় আলিঙ্গন। পাহাড়, জঙ্গল আর জলাধারের মাঝে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে গোটা জেলা। পর্যটকদের ভিড়ে নতুন প্রাণ পায় শুশুনিয়া, মুকুটমনিপুর থেকে বিষ্ণুপুর। বাঁকুড়ায় বড়দিন মানেই শহরের কোলাহল ছেড়ে শান্ত, আনন্দময় এক ছুটির ঠিকানা। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দোপাধ্যায়)
বড়দিনে বাঁকুড়া মানেই শীতের নরম রোদ, কুয়াশা আর প্রকৃতির নিবিড় আলিঙ্গন। পাহাড়, জঙ্গল আর জলাধারের মাঝে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে গোটা জেলা। পর্যটকদের ভিড়ে নতুন প্রাণ পায় শুশুনিয়া, মুকুটমনিপুর থেকে বিষ্ণুপুর। বাঁকুড়ায় বড়দিন মানেই শহরের কোলাহল ছেড়ে শান্ত, আনন্দময় এক ছুটির ঠিকানা। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দোপাধ্যায়)
advertisement
2/6
সবুজ পাহাড় আর নীল জলরাশির মাঝে বড়দিনের পিকনিকের জন্য মুকুটমনিপুর বরাবরের মতোই জনপ্রিয়। শীতের ঠান্ডা হাওয়া আর ড্যামের ধারে বসে ক্রিসমাস উদযাপন পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। বন্ধু বা পরিবারের সঙ্গে বড়দিন কাটানোর জন্য মুকুটমনিপুর নিঃসন্দেহে দুর্দান্ত পছন্দ।
সবুজ পাহাড় আর নীল জলরাশির মাঝে বড়দিনের পিকনিকের জন্য মুকুটমনিপুর বরাবরের মতোই জনপ্রিয়। শীতের ঠান্ডা হাওয়া আর ড্যামের ধারে বসে ক্রিসমাস উদযাপন পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। বন্ধু বা পরিবারের সঙ্গে বড়দিন কাটানোর জন্য মুকুটমনিপুর নিঃসন্দেহে দুর্দান্ত পছন্দ।
advertisement
3/6
নীরব জলরাশি আর খোলা আকাশের নীচে বড়দিনের পিকনিক কাটাতে গাংদুয়া ড্যাম একেবারে উপযুক্ত। শীতের রোদে ড্যামের ধারে বসে গান-আড্ডায় ক্রিসমাসের আনন্দ দ্বিগুণ হয়। প্রকৃতি আর শান্ত পরিবেশ খুঁজলে গাংদুয়া ড্যাম হতে পারে সেরা পছন্দ।
নীরব জলরাশি আর খোলা আকাশের নীচে বড়দিনের পিকনিক কাটাতে গাংদুয়া ড্যাম একেবারে উপযুক্ত। শীতের রোদে ড্যামের ধারে বসে গান-আড্ডায় ক্রিসমাসের আনন্দ দ্বিগুণ হয়। প্রকৃতি আর শান্ত পরিবেশ খুঁজলে গাংদুয়া ড্যাম হতে পারে সেরা পছন্দ।
advertisement
4/6
বড়দিনে প্রকৃতির কোলে নিরিবিলি পিকনিকের আদর্শ ঠিকানা বড়দি পাহাড়। শীতের সকালে পাহাড়জুড়ে কুয়াশা আর পাতা ঝরার দৃশ্য পর্যটকদের মন কেড়ে নেয়। বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে একদিনের ক্রিসমাস আড্ডার জন্য বড়দি পাহাড় দারুণ উপযোগী।
বড়দিনে প্রকৃতির কোলে নিরিবিলি পিকনিকের আদর্শ ঠিকানা বড়দি পাহাড়। শীতের সকালে পাহাড়জুড়ে কুয়াশা আর পাতা ঝরার দৃশ্য পর্যটকদের মন কেড়ে নেয়। বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে একদিনের ক্রিসমাস আড্ডার জন্য বড়দি পাহাড় দারুণ উপযোগী।
advertisement
5/6
ঐতিহাসিক বিষ্ণুপুরে বড়দিন মানেই ইতিহাস আর উৎসবের মেলবন্ধন। টেরাকোটা মন্দির, লাল মাটি আর খোলা প্রান্তরে পিকনিকের আলাদা স্বাদ রয়েছে। সংস্কৃতি আর ভ্রমণ একসঙ্গে উপভোগ করতে চাইলে বিষ্ণুপুর আদর্শ গন্তব্য।
ঐতিহাসিক বিষ্ণুপুরে বড়দিন মানেই ইতিহাস আর উৎসবের মেলবন্ধন। টেরাকোটা মন্দির, লাল মাটি আর খোলা প্রান্তরে পিকনিকের আলাদা স্বাদ রয়েছে। সংস্কৃতি আর ভ্রমণ একসঙ্গে উপভোগ করতে চাইলে বিষ্ণুপুর আদর্শ গন্তব্য।
advertisement
6/6
শুশুনিয়া পাহাড়ে বড়দিন মানেই অ্যাডভেঞ্চার আর প্রকৃতির অনন্য মেলবন্ধন। শীতের সকালে হালকা কুয়াশার চাদরে মোড়া পাহাড়চূড়া, ছোট ছোট ঝরনা আর শাল–পলাশের জঙ্গলে ঘেরা পরিবেশে ক্রিসমাস পিকনিকের আনন্দ যেন দ্বিগুণ হয়ে ওঠে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সারাদিন আড্ডা, ছবি তোলা আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বড়দিনে শুশুনিয়ায় ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। এই উৎসবের আমেজে উচ্ছ্বসিত পর্যটক রোহন ভট্টাচার্য বলেন, “এটাই সময়! বাঁকুড়া ঘুরতে পেরে দারুণ লাগছে। দারুণ ঠান্ডা আর শীতের আমেজ সঙ্গে ক্রিসমাস।” (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দোপাধ্যায়)
শুশুনিয়া পাহাড়ে বড়দিন মানেই অ্যাডভেঞ্চার আর প্রকৃতির অনন্য মেলবন্ধন। শীতের সকালে হালকা কুয়াশার চাদরে মোড়া পাহাড়চূড়া, ছোট ছোট ঝরনা আর শাল–পলাশের জঙ্গলে ঘেরা পরিবেশে ক্রিসমাস পিকনিকের আনন্দ যেন দ্বিগুণ হয়ে ওঠে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সারাদিন আড্ডা, ছবি তোলা আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বড়দিনে শুশুনিয়ায় ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। এই উৎসবের আমেজে উচ্ছ্বসিত পর্যটক রোহন ভট্টাচার্য বলেন, “এটাই সময়! বাঁকুড়া ঘুরতে পেরে দারুণ লাগছে। দারুণ ঠান্ডা আর শীতের আমেজ সঙ্গে ক্রিসমাস।” (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দোপাধ্যায়)
advertisement
advertisement
advertisement