Purulia News : সুন্দরবনের খাঁটি মধু এবার অযোধ্যা পাহাড়ে, পর্যটকদের নয়া আকর্ষণ!
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
পুরুলিয়ায় বসেই সুন্দরবনের মধুর স্বাদ, পর্যটকদের কাছে বাড়তি পাওনা!
অযোধ্যা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: কাছে পিঠে বেড়ানোর প্ল্যান মানেই ভ্রমণ পিপাসু মানুষদের মনে আসে পুরুলিয়া নাম। রাঢ় বঙ্গের এই জেলায় এলেই এক জায়গাতে মেলে পাহাড়,ঝর্ণা ও প্রাকৃতিক সৌন্দর্যের দেখা। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে একেবারেই নয়া আকর্ষণ সুন্দরবনের মধু। এবার সুন্দরবনের খাঁটি মধুর স্বাদ উপভোগ করতে পারছেন পুরুলিয়ায় বেড়াতে আসা পর্যটকেরা। পুরুলিয়া বনবিভাগের উদ্যোগে অযোধ্যা পাহাড় রেঞ্জে মিলছে এই মধু। মধুর স্বাদও অতুলনীয়। অনেকেই সুন্দরবনে এই মধু কিনতে যান। এবার সেই বিখ্যাত মধু পাওয়া যাচ্ছে পুরুলিয়াতে বসেই। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তত্ত্বাবধানেই সুন্দরবনের মউলিরা মধু সংগ্রহ করেন। এই মধু ‘মৌবন’ নামে পরিচিত। যথেষ্ট সুনাম রয়েছে এই মধুর। ইতিপূর্বেই এই মধু জি আই ট্যাগ পেয়েছে। এর ফলে পুরুলিয়া বেড়াতে আসা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠছে সুন্দরবনের এই মধু।
আরও পড়ুন: হাতির হামলায় ফের রক্তাক্ত জঙ্গলমহল, মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধার
এ বিষয়ে পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, পুরুলিয়ায় বহু পর্যটক আসেন। তাদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠতে চলেছে সুন্দরবনের মধু। সরকারি ট্যাগ দেওয়া এই মধু অযোধ্যা রেঞ্জ অফিসে পাওয়া যাবে। তাই মধু কিনতে আর দূরে কোথাও যেতে হবে না। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বেড়াতে আসলেই সুন্দরবনের খাঁটি মধু তারা পেয়ে যাবেন। এটা পর্যটন মানচিত্রে নয়া সংযোজন হয়ে উঠতে চলেছে।
advertisement
আরও পড়ুন: মর্গে দেহ রাখতে ২২ হাজার, মদনকে ফোন মৃতের ছেলের! সাগর দত্ত হাসপাতালে আটক সরকারি কর্মী
কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে মউলিরা মধু সংগ্রহ করেন সুন্দরবনে। আর সেই খাঁটি মধু সরকারিভাবে সংরক্ষণ করে পৌঁছে যায় রাজ্যের বিভিন্ন জায়গায়। ইতিপূর্বে পুরুলিয়া শহরেও এই মধু পাওয়া যেত। বর্তমানে অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য এই মধু বিক্রি হবে অযোধ্যা পাহাড় রেঞ্জেই।
advertisement
advertisement
খাঁটি এই মধুর দামও রয়েছে সাধ্যের মধ্যে। ৫০০ গ্রাম মধুর দাম রয়েছে ৩৫০ টাকা। ২৫০ গ্রাম মধুর দাম রয়েছে ১৯০ টাকা। এবার বেড়ানোর পাশাপাশি দক্ষিণের বিখ্যাত মধুর স্বাদ উপভোগ করতে পারবেন পর্যটকেরা। পুরুলিয়ার পর্যটনকে আরও সমৃদ্ধ করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 07, 2026 5:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : সুন্দরবনের খাঁটি মধু এবার অযোধ্যা পাহাড়ে, পর্যটকদের নয়া আকর্ষণ!







