Elephant Attack: হাতির হামলায় ফের রক্তাক্ত জঙ্গলমহল, মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধার
- Published by:Salmali Das
- local18
Last Updated:
Elephant Attack: হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার ওকলা গ্রামে। মৃত বৃদ্ধার নাম মালতি মান্ডি (৭৫)। জানা গিয়েছে বুধবার সকালে বাড়ি থেকে বেরোতেই হাতির মুখে পড়ে যায় ওই বৃদ্ধা।
Sovon Das, Paschim Medinipur: হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার ওকলা গ্রামে। মৃত বৃদ্ধার নাম মালতি মান্ডি (৭৫)। জানা গিয়েছে বুধবার সকালে বাড়ি থেকে বেরোতেই হাতির মুখে পড়ে যায় ওই বৃদ্ধা।
ঘন কুয়াশা থাকার কারণে হাতিটিকে দেখতে পাইনি ওই বৃদ্ধা। এরপরেই হাতি ওই বৃদ্ধাকে শুঁড়ে তুলে আছাড় মারে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
গত বছর, শালবনীতে হাতির হামলার মৃত্যু হয় দুজনের। দল বিচ্ছিন্ন দাঁতালের তাণ্ডবে মৃত্যু বৃদ্ধের। সভ্যতার উন্নতিতে ক্রমেই ছোট হচ্ছে জঙ্গল। জঙ্গলে খাবার না পেয়ে স্থানীয় এলাকায় হানা দিচ্ছে হাতির দল। পরপর এই ধরনের ঘটনায় বন ও গ্রামসংলগ্ন এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এলাকাবাসীর দাবি, হাতির গতিবিধি নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নিক বনদফতর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 07, 2026 4:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Elephant Attack: হাতির হামলায় ফের রক্তাক্ত জঙ্গলমহল, মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধার








