Purba Burdwan: সাপের কামড়েও দমলেন না, স্বাস্থ্যকেন্দ্রের বেডে বসেই পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হল পরীক্ষা
#পূর্ব বর্ধমান: সাপের কামড়ে আহত হয়েও দমলেন না, স্বাস্থ্যকেন্দ্রের বেডে বসেই পরীক্ষা দিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হল পরীক্ষা।
মন্তেশ্বরের আটাশপুর গ্রামের বাসিন্দা ওবাইদুল্লা মল্লিক মালডাঙ্গা আরএন ইনস্টিটিউটের পড়ুয়া। এ'বছর তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। গতকাল সন্ধ্যায় মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন তিনি, রাস্তায় সাপের ছোবলে আহত হন। পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য তাঁকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন । বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। এদিকে আজ, মঙ্গলবার ছিল উচ্চ মাধ্যমিকের সংস্কৃত পরীক্ষা। ওবাইদুল্লা মল্লিক মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেডে বসেই সেই পরীক্ষা দিলেন।
advertisement
advertisement
অন্যদিকে, রাতে বাবার মুখাগ্নি করে সকালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন মালদহের পড়ুয়া। স্কুল ইউনিফর্ম নয়, বাবার মুখাগ্নি করে লালপাড় সাদা শাড়ি পড়ে কুশের উপর বসে সংস্কৃত পরীক্ষা দিলেন জুঁই। রবিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবা। তিন বোনের মধ্যে বড় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী জুঁই, তাই তাকেই বাবার মুখাগ্নি করতে হয়। বাবাকে হারানোর শোক সামলে, মনের জোর আর ইচ্ছাশক্তির বলে মঙ্গলবার উচ্চমাধ্যমিকের সংস্কৃতি পরীক্ষা দিলেন মালদহের হবিপুর থানার আইহো হাই স্কুলের ছাত্রী জুঁই মন্ডল।
advertisement
এই পরিস্থিতিতে জুঁইয়ের পাশে দাঁড়িয়েছেন পরিবারের সদস্য, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। আইহো হাইস্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র বলেন, '' খুব দুঃখজনক ঘটনা। তবে এমন দুঃখের দিনেও আমাদের স্কুলের ছাত্রী পরীক্ষা দিতে এসেছেন, এর জন্য তাঁকে অভিনন্দন জানাই। জীবনে অনেক দুঃখ কষ্ট আসবে, কিন্তু সমস্ত কিছুকে সামলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা স্কুলের পক্ষ থেকে জুঁইয়ের পাশে আছি।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2022 10:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Burdwan: সাপের কামড়েও দমলেন না, স্বাস্থ্যকেন্দ্রের বেডে বসেই পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর