Gangasagar: গঙ্গাসাগরের বেনুবনে প্রচণ্ড ঢেউয়ের দাপট, ডুবে গেল বালি বোঝাই ট্রলার

Last Updated:

ট্রলারে থাকা ৪ জনকে উদ্ধার করা হয়, তাঁদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক

Representative Image
Representative Image
k# দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে গঙ্গাসাগর কোস্টাল থানার অন্তর্গত মুড়িগঙ্গা নদীর বেনুবনের কাছে ডুবে যায় একটি বালি বোঝাই ট্রলার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ট্রলারটি মেদিনীপুরের নারায়ণপুর থেকে লাল বালি ও স্টোন বোঝাই করে গঙ্গাসাগরের চেমাগুড়ির দিকে আসছিল। গঙ্গাসাগর কোস্টাল থানার কাছে বেনুবনে প্রচণ্ড ঢেউ-এর দাপটে উল্টে যায় ট্রলারটি। তড়িঘড়ি খবর যায় গঙ্গাসাগর কোস্টাল থানায়। ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। ট্রলারে থাকা ৪ জনকে উদ্ধার করা হয়, তাঁদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। ৪ জনই সাগর গ্ৰামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের রামতারকে পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু ঘিরে ধুন্ধুমার কান্ড! জাতীয় সড়কের ওপর মৃতদেহ রেখে পথ অবরোধ করা হয় ৷ বিক্ষোভে উত্তপ্ত এলাকা। চলে গাড়ি ভাঙচুর, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষরা। যার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা! আত্মীয়ের বাড়িতে সবজি দিতে যাওয়ার সময়ই একটি বড় লরি ডাম্পার ধাক্কা মারে ওই মহিলাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতার নাম মেণকা প্রামাণিক, বয়স ৪৮ বছর। উত্তেজিত জনতা এরপরই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
advertisement
advertisement
এদিকে, সোমবার পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন এক বাইক আরোহী। আশংকাজনক অবস্থায় আহত বাইক আরোহীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুর্ঘটনার জেরে ক্ষিপ্ত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান, পুলিশের গাড়ি ভাঙচুর করেন। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এগরায়। অভিযোগ, পুলিশের বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে এক মোটরবাইক আরোহী।
advertisement
Biswajit Halder
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar: গঙ্গাসাগরের বেনুবনে প্রচণ্ড ঢেউয়ের দাপট, ডুবে গেল বালি বোঝাই ট্রলার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement