‘‘লাশ ফেলে দেব’’- নিয়ম ভেঙে স্কুলে ভর্তি না নেওয়ায় প্রধানশিক্ষককে খুনের হুমকি

Last Updated:

নিয়ম ভেঙে ভর্তি নেননি, বাড়ি বয়ে প্রাণনাশের হুমকি পেলেন নামি স্কুলের প্রধান শিক্ষক ৷ ঘটনার পর থেকেই আতঙ্কে ভুগছেন বিশ্বজিৎবাবু। ঘটনার জেরে তিনি অসুস্থও হয়ে পড়েন।

Head sir got life threat
Head sir got life threat
#বর্ধমান: স্কুলে ভর্তি প্রক্রিয়া এখনও শুরুই হয়নি। তার মধ্যেই এসেছিল নিয়ম ভেঙে ভর্তি নেওয়ার প্রস্তাব। প্রধান শিক্ষক তা সঙ্গে সঙ্গে নাকচ করে দেন। তার জেরে মিলল প্রাণনাশের হুমকি। বর্ধমানের একটি নামী স্কুলের প্রধান শিক্ষককে প্রথমে ফোনে তারপর বাড়ি বয়ে এই হুমকি দিয়ে আসা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ পালের সঙ্গে এই ঘটনা ঘটেছে।
তিনি ঘটনার কথা বিস্তারিতভাবে জানিয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। বর্ধমান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মোবাইল নম্বরের সূত্র ধরে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। বিশ্বজিৎবাবু জানান, গত ১২ নভেম্বর স্কুলে এক ব্যক্তি আসে। তিনি একজনকে ভর্তি নেওয়ার কথা বলেন।
advertisement
advertisement
নিয়ম মেনে ফর্ম বিতরণ ও ভর্তি প্রক্রিয়া এখনও শুরু হয়নি বলে তাঁকে জানানো হয়। ভর্তি প্রক্রিয়া শুরু হলে তাতে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি সেসব নিয়মনীতির বাইরে ভর্তি নেওয়ার জন্য নাছোড়বান্দা হয়ে ওঠেন।
তখন ওই ব্যক্তিকে প্রধান শিক্ষক জানিয়ে দেন, রাজ্য সরকারের নিয়মের বাইরে গিয়ে ছাত্র ভর্তি করা সম্ভব নয়। এর জেরে  ওই ব্যক্তি ফোন করে মেরে লাশ ফেলে দেওয়ার হুমকি দেয়। এমনকি বিশ্বজিৎবাবুর অনুপস্থিতিতে তাঁর বাড়িতেও যায় ওই অপরিচিত ব্যক্তি। সেখানে গিয়ে বিশ্বজিৎবাবুর স্ত্রী মৌসুমী পালকেও হুমকি দেয়। বিশ্বজিৎবাবু জানান, তাঁর স্ত্রীকে গিয়ে ওই ব্যক্তি শাসিয়েছে ছাত্রটিকে ভর্তি না করালে স্বামীর লাশ ফেলে দেবে।
advertisement
ঘটনার পর থেকেই আতঙ্কে ভুগছেন বিশ্বজিৎবাবু। ঘটনার জেরে তিনি অসুস্থও হয়ে পড়েন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন। তিনি বলেন, "আতঙ্কে রয়েছি। নিয়ম বহির্ভূতভাবে ছাত্র ভর্তি না করানোয় কেউ যে এইভাবে মেরে ফেলার হুমকি দিতে পারে ভাবতেই পারছি না। আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকেও হুমকি দিচ্ছে। মোবাইল নম্বর সহ পুলিশকে অভাযোগ জানিয়েছি। আশা করি পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।"
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘‘লাশ ফেলে দেব’’- নিয়ম ভেঙে স্কুলে ভর্তি না নেওয়ায় প্রধানশিক্ষককে খুনের হুমকি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement