Weather Update: হু হু করে নামছে তাপমাত্রা! নভেম্বরেই শীতের স্পেল, দক্ষিণে বৃষ্টি, উত্তরে তুষারপাত, রইল ওয়েদার আপডেট

Last Updated:
Weather Update: স্বাভাবিকের চেয়ে একেবারে ৩ ডিগ্রি কম, ভোর থেকেই শীতের নাচন কলকাতায়..
1/8
#নয়াদিল্লি: ভারতের আলাদা আলাদা এলাকায় আবহাওয়া আলাদা আলাদা ভাবে ধরা দিচ্ছে৷ একদিকে এখন ও দক্ষিণের রাজ্যগুলি প্রবল বৃষ্টিতে ভাসছে সেখানে হিমালয় এবং সংলগ্ন ক্ষেত্রে প্রবল তুষারপাত জারি রয়েছে৷ এই তুষারপাতের জেরে গোটা উত্তরভারতে শীতের প্রভাব বাড়ছে৷ Photo Courtesy- IMD/Sattellite Image 
#নয়াদিল্লি: ভারতের আলাদা আলাদা এলাকায় আবহাওয়া আলাদা আলাদা ভাবে ধরা দিচ্ছে৷ একদিকে এখন ও দক্ষিণের রাজ্যগুলি প্রবল বৃষ্টিতে ভাসছে সেখানে হিমালয় এবং সংলগ্ন ক্ষেত্রে প্রবল তুষারপাত জারি রয়েছে৷ এই তুষারপাতের জেরে গোটা উত্তরভারতে শীতের প্রভাব বাড়ছে৷ Photo Courtesy- IMD/Sattellite Image 
advertisement
2/8
হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর এলাকায় তুষারপাত হচ্ছে৷ এই কারণে অন্য এলাকায় এর প্রভাব দেখা যাচ্ছে তাপমাত্রার পতন দেখা যাচ্ছে৷ রাজধানী দিল্লিতেও এর জেরে হঠাৎ করেই তাপমাত্রার পতন শুরু হয়েছে৷
হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর এলাকায় তুষারপাত হচ্ছে৷ এই কারণে অন্য এলাকায় এর প্রভাব দেখা যাচ্ছে তাপমাত্রার পতন দেখা যাচ্ছে৷ রাজধানী দিল্লিতেও এর জেরে হঠাৎ করেই তাপমাত্রার পতন শুরু হয়েছে৷
advertisement
3/8
এদিকে কলকাতাতেও দ্রুত নামছে তাপমাত্রার পারদ৷ আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কম৷ কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস৷
এদিকে কলকাতাতেও দ্রুত নামছে তাপমাত্রার পারদ৷ আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কম৷ কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস৷
advertisement
4/8
এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গেছে৷ সামনের দু একদিনে তাপমাত্রা আরও খানিকটা নামবে৷
এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গেছে৷ সামনের দু একদিনে তাপমাত্রা আরও খানিকটা নামবে৷
advertisement
5/8
উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জেরে তাপমাত্রা  সেখানেও বেশ খানিকটা নেমে যাবে৷ সকাল-সন্ধ্যায় ঠাণ্ডার অনুভূতি হবে৷
উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জেরে তাপমাত্রা  সেখানেও বেশ খানিকটা নেমে যাবে৷ সকাল-সন্ধ্যায় ঠাণ্ডার অনুভূতি হবে৷
advertisement
6/8
এদিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, রায়লসীমা, করাইকল, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং মাহেতে মঙ্গলবারও বৃষ্টি জারি থাকবে৷ উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, কাশ্মীর এবং হিমালয় ক্ষেত্রে বরফ পড়বে৷ উত্তর ভারত তাপমাত্রা পড়বে৷ বিহার , উত্তরপ্রদেশ ঠাণ্ডাও বাড়বে।
এদিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, রায়লসীমা, করাইকল, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং মাহেতে মঙ্গলবারও বৃষ্টি জারি থাকবে৷ উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, কাশ্মীর এবং হিমালয় ক্ষেত্রে বরফ পড়বে৷ উত্তর ভারত তাপমাত্রা পড়বে৷ বিহার , উত্তরপ্রদেশ ঠাণ্ডাও বাড়বে।
advertisement
7/8
স্কাইমেটের ওয়েদার আপডেট অনুযায়ী ১৫ নভেম্বর অবধি আন্দামান দ্বীপসমূহ, কেরল , লাক্ষাদ্বীপ  হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ কর্নাটকেও হালকা বৃষ্টি হবে এক দু জায়গায়৷
স্কাইমেটের ওয়েদার আপডেট অনুযায়ী ১৫ নভেম্বর অবধি আন্দামান দ্বীপসমূহ, কেরল , লাক্ষাদ্বীপ  হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ কর্নাটকেও হালকা বৃষ্টি হবে এক দু জায়গায়৷
advertisement
8/8
জম্মু-কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশের এবং উত্তরাখণ্ডের এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাত হবে৷ পঞ্জাব, উত্তর রাজস্থান, হরিয়াণাতেও এক দুই জায়গায় বৃষ্টি হবে৷
জম্মু-কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশের এবং উত্তরাখণ্ডের এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাত হবে৷ পঞ্জাব, উত্তর রাজস্থান, হরিয়াণাতেও এক দুই জায়গায় বৃষ্টি হবে৷
advertisement
advertisement
advertisement