Purba Bardhaman: রবিবার বরবাদ! বর্ধমান স্টেশন থেকে বাতিল সব লোকাল ট্রেন, সামনেও আছে দুর্ভোগ

Last Updated:

আগামী বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি যথেষ্ট দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের।

Purba Bardhaman: local trains are cancelled
Purba Bardhaman: local trains are cancelled
#বর্ধমান: রেলযাত্রীদের ভোগান্তি অব্যাহত। বর্ধমানে পুরনো রেল ওভার ব্রিজ ভাঙার কাজ জন্য আজ রবিবার বর্ধমান থেকে সব লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বর্ধমান হাওড়া কর্ড ও মেন লাইন, বর্ধমান আসানসোল, বর্ধমান রামপুরহাট বা বর্ধমান কাটোয়া- কোনও শাখার ট্রেনই এই স্টেশন দিয়ে চলাচল করছে না।  রবিবার ছুটির দিনে তবু যাত্রীরা এই অসুবিধা সামলে নিলেন, কিন্তু আগামী বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি যথেষ্ট দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের। কারণ, আজকের মতো ওইদিনও বর্ধমান স্টেশন থেকে সব ট্রেন চলাচল বন্ধ থাকবে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশন লাগোয়া পুরনো ওভারব্রিজ ভাঙার জন্য ৫ ফেব্রুয়ারি রবিবার থেকে ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ট্রেনের নিয়ন্ত্রণ-সহ ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। যার ফলস্বরূপ আজ ৫ ফেব্রুয়ারি রবিবার সমস্ত ইএমইউ লোকাল হাওড়া ও বর্ধমান এবং ব্যান্ডেল ও বর্ধমানের মধ্যে, সমস্ত এমইএমইউ বর্ধমান ও আসানসোল এবং বর্ধমান ও রামপুরহাটের মধ্যে এবং সমস্ত লোকাল প্যাসেঞ্জার ট্রেন বর্ধমান ও আসানসোল এবং বর্ধমান ও রামপুরহাটের মধ্যে বাতিল থাকছে৷
advertisement
advertisement
৬ ফেব্রুয়ারি সোমবার হাওড়া-বর্ধমান ইএমইউ লোকালের ৬ জোড়া কর্ড লাইনে এবং ৫ জোড়া হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল মেইন লাইনে বাতিল থাকবে৷ ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার এবং ৮ ফেব্রুয়ারি বুধবার ১০ জোড়া হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল কর্ড লাইনে, ১০ জোড়া হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল মেইন লাইনে এবং একটি ব্যান্ডেল-বর্ধমান লোকাল বাতিল থাকবে৷
advertisement
৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সমস্ত ইএমইউ লোকাল হাওড়া-বর্ধমান এবং ব্যান্ডেল-বর্ধমানের মধ্যে রাত বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বাতিল থাকবে৷
এগুলি ছাড়াও ৪৯টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল বা তাদের যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। রেলের বক্তব্যের ফলে যাত্রীদের অসুবিধার মধ্যে পড়তে হবে ঠিকই কিন্তু এই কাজ জরুরি হয়ে পড়েছিল। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে যাত্রীরা সহযোগিতায করবেন বলে আশা করা হচ্ছে।
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman: রবিবার বরবাদ! বর্ধমান স্টেশন থেকে বাতিল সব লোকাল ট্রেন, সামনেও আছে দুর্ভোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement