Hooghly News: বীজের দাম বেশি, এই মরশুমে আলুর দাম বৃদ্ধির আশঙ্কা
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
Last Updated:
চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে আলু বীজের দাম। ৯০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৬০০ টাকায়।
আরামবাগ: সদ্য শুরু হয়েছে আলুর মরশুম। নভেম্বর থেকেই সাধারণত আলু চাষের কাজ জোরকদমে শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু সেই কাজে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে আলু বীজের দাম। অন্তত এমনটাই অভিযোগ হুগলির আরামবাগের আলু চাষিদের। সার, কীটনাশক এবং মজুরি যে হারে বাড়ছে তাতে আলু চাষে আদৌ লাভ হবে কি না তা নিয়ে আশঙ্কায় জেলার চাষিরাও।
তাঁদের অভিযোগ, আলু বীজের দাম বেড়ে গিয়েছে বিগত কয়েক বছর থেকে কয়েকগুণ বেশী। বেশিরভাগ জায়গাতেই চড়া দামে বিক্রয় করছে ব্যবসায়ীরা। গত বছরের শুরুতেই বস্তা পিছু (৫০ কেজি) আলু বীজের দাম ছিল ৭০০ টাকা থেকে ৯০০ টাকা। পরে যদিও আমদানি কম থাকায় টাকার পরিমাণ বেড়ে হয়েছিল ১৬০০ টাকা। এবার প্রথমেই বস্তা পিছু আলুবীজের দাম বেড়ে দাঁড়িয়েছে ২২০০ থেকে ২৬০০ টাকায়। সার, কীটনাশক, সেচ খরচ গত বছরই ছিল ১৮ থেকে ২০ হাজার টাকা। তার আগের বছর বিঘা প্রতি খরচ পড়ে ছিল ১৩ থেকে ১৪ হাজার টাকা। এবার চাষের আলুতেই খরচ পড়ছে বিঘা প্রতি ২৫হাজার টাকা।
advertisement
advertisement
কৃষকরা জানিয়েছেন, চাষের জন্য বিঘা প্রতি তিন বস্তা আলু বীজ প্রয়োজন। তাহলে বীজ কিনতেই যা খরচ উঠছে, তার থেকে লাভ কতটা হবে তা নিয়ে প্রশ্ন। মহকুমায় আলু চাষের উপর অনেক চাষিই নির্ভরশীল। কম বেশি সব শহরেরই বীজ আলু বিক্রি হয়।বীজের দাম লাগাম ছাড়া হওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। তাঁদের অভিযোগ, বছর বছর আলু চাষে খরচ বাড়ছে, অথচ অভাব-সহ নানা কারণে আলু চাষিদের বেশিরভাগই লোন পান না। ব্যাংক লোন নিতে গেলে জমি বন্ধক রাখতে হয় । আবার কেউ কেউ লোন না পেলে বাধ্য হয়ে এ জেলার বেশিরভাগ চাষিকে মহাজনদের উপর নির্ভর করতে হয়। এর ফলে হতাশায় দিন কাটাচ্ছে চাষিরা।
advertisement
যদিও এই বিষয়ে ব্লক প্রশাসন জানান বেশ কিছু ব্যবসায়ী চড়া দামে আলু বিক্রি করছে বিষয়টি নজরে এসেছে। চাষীদের কথা মাথায় রেখে আমরা বেশিরভাগ দোকানে নেমে দাম নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আশা করি দাম অনেকটাই নিয়ন্ত্রণ আসবে বলে জানিয়েছেন।তাহলে প্রশ্ন উঠেছে এত চড়া দামে আলু বিক্রয় হচ্ছে কেন। আর সেদিকে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না কেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এখন দেখার আদৌ কি আলু বীজের দাম নিয়ন্ত্রণ হবে না এভাবেই দাম বাড়তি থাকবে সেদিকে তাকিয়ে আমজনতা।
Suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2023 7:44 PM IST