Hooghly News: কোন্নগর রেল স্টেশনে সাবওয়ের দাবিতে সরব হুগলির সিটিজেন ফোরাম
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
Last Updated:
কোন্নগর স্টেশনে সবওয়ের দাবিতে হুগলি জেলা সিটিজেন ফোরামের পক্ষ থেকে করা হয় অবস্থান সত্যাগ্রহ ।
হুগলি: দীর্ঘকাল যাবত কোন্নগর এলাকার মানুষের দাবি কোন্নগর স্টেশনে একটি সাবওয়ে তৈরি করার। কারণ প্রতিদিন বহু সংখ্যক মানুষ রেললাইন পারাপার করেন জীবনের ঝুঁকি নিয়ে। ফুট ওভারব্রিজ থাকলেও সেটি উচ্চতায় এতটা বেশি কম বয়সী লোকজন ব্যবহার করলেও প্রবীণ নাগরিকরা তা ব্যবহার করতে মোটেই পারেন না। সেই কারণে কোন্নগর স্টেশনে সবওয়ের দাবিতে হুগলি জেলা সিটিজেন ফোরামের পক্ষ থেকে করা হয় অবস্থান সত্যাগ্রহ ।
সিটিজেন ফোরামের পক্ষ থেকে জানানো হয় দীর্ঘদিন ধরে কোন্নগরের কয়েক লক্ষ মানুষ প্রাণ হাতে নিয়ে রেললাইন পারাপার করে। একটি রেল ফুটব্রিজ থাকলেও তার উচ্চতা এত বেশি যে বাচ্চা থেকে বয়স্ক মানুষ এই ব্রিজ ব্যবহার করে না । এমত অবস্থায় রেল লাইনের উপর থেকে চলাচল করতে গিয়ে দুর্ঘটনা শিকার হয় স্থানীয় মানুষজন। বারবার রেলের ডিআরএম, জনসংযোগ আধিকারিককে সিটিজেন ফোরামের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলেও কোন কর্ণপাত করেনি রেল কর্তৃপক্ষ ।
advertisement
advertisement
এই বিষয়ে অবস্থান-বিক্ষোভেঅংশগ্রহণকারী বিজেপি নেতা প্রণয় রায় জানান রেল এবং পৌরসভার পক্ষে বিগত দিনে একটি আন্ডার পাস করার চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী পৌরসভার পার্টে যে টাকা দেওয়ার কথা ছিল তা পৌরসভা দিচ্ছে না বলেই এই আন্ডার পাস তৈরি হচ্ছে না। তবে এইসব কোন্নগরের মানুষের সত্যি প্রয়োজন। আমি দল-মত নির্বিশেষে সকল স্তরের মানুষের কাছে আবেদন করব এ বিষয়ে সংগঠিত আন্দোলন করুন এবং আমিও এই আন্দোলনের সঙ্গে আছি রেলমন্ত্রকেওবিষয়টি সম্পর্কে জানাবো।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এখন দেখার সিটিজেন ফোরামের দাবি কবে ফলপ্রসূ হয়।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2023 5:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: কোন্নগর রেল স্টেশনে সাবওয়ের দাবিতে সরব হুগলির সিটিজেন ফোরাম