Hooghly News: নামের ফলক উধাও! শ্রীরামপুরের ডেনিশ সমাধি সৌধগুলি কার, চেনা দায়
- Published by:Pooja Basu
- local18
- Reported by:RAHI HALDAR
Last Updated:
শ্রীরামপুরে ১৭৫৫-১৮৪৫ পর্যন্ত তৎকালীন ফ্রেডরিক্সনগর ডেনিশদের অন্তর্গত ছিল। ফ্রেডরিকনগর ছেড়ে ডেনিশরা চলে গেছে অনেক দিন, তবে রয়ে গেছে তাদের সেই সময় তাদের স্থাপত্যের নিদর্শন।
হুগলি: হুগলির অন্যতম প্রাচীন একটি শহর শ্রীরামপুর। যেখানে একসময় দাপিয়ে বাণিজ্য করে গেছে ডেনিশরা ১৭৫৫-১৮৪৫ পর্যন্ত তৎকালীন ফ্রেডরিক্সনগর ডেনিশদের অন্তর্গত ছিল। ফ্রেডরিকনগর ছেড়ে ডেনিশরা চলে গিয়েছে অনেক দিন, তবে রয়ে গেছে তাদের সেই সময় তাদের স্থাপত্যের নিদর্শন। এমনই একটি জায়গা ডক্টর টিপি ভট্টাচার্য স্ট্রিটের ডেনিশ গোরস্থান। যেখানে রয়েছে মোট ৬১ টি ডেনিশ দেহাবশেষ। কিন্তু দুই তিনটি সমাধি সৌধে ফলক লাগানো থাকলেও বেশিরভাগ সমাধির ফলক উধাও।
বর্তমানে এই ডেনিশ সমাধি সৌধটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভের আওতায় আসার পর নতুন করে জায়গাটি সংস্কার হয়েছে বছর দুয়েক আগে। ভগ্নপ্রায় দশা থেকে চেহারায় ফিরেছে সমাধি সৌধগুলি। তবে তাদের নামের ফলক তা এখনও সঠিকভাবে না পাওয়ার কারণে বসেনি এমনটাই যাচ্ছেন সেখানে কর্মরত আর্কিওলজিক্যাল সার্ভের অফ ইন্ডিয়ার এক কর্মচারী।
advertisement
আরও পড়ুনMadan Bari Rash Mela: রঙিন সাজে মদন মোহন বাড়ি, রাত পোহালেই রাস যাত্রা! দেখুন ছবি
এই বিষয়ে আর্কিওলজিক্যাল সার্ভের অফ ইন্ডিয়ার এক কর্মী শিবু পাত্র যিনি গোরস্থানটি রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব রয়েছেন তিনি বলেন, এএসআই এর আওতায় আসার পর নতুন করে সংস্কার হয়েছে। বিভিন্ন জায়গায় ফলোক লাগানোর জন্য জায়গাও রাখা হয়েছে ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি সেই কাজ করবে। তবে তাদের হাতে আসার আগেই অনেক ফলক ছিল না। কিছু ফলক রিস্টোর করা গিয়েছে। কিছু করার কাজ চলছে। খুব শীগ্রই সেই কাজ সম্পন্ন হবে।
advertisement
advertisement
ফলক না থাকার ফলে গোরস্থানে কোন সমাধিটি কোন মানুষের তা চেনা দায় হয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে। ডেনিশ কর্নেল কেফ্লিং, গভর্ণর হেলেনবার্গর মতন ডেনিশ সমাধিতে আর কে কে ছিলেন তা জনা দায় হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে।
advertisement
আরও খারাপ অবস্থায় রয়েছে স্বয়ং উইলিয়াম কেরি। বন জঙ্গলে ভরে গিয়েছে কালিতলা ব্রজতত্ত্ব লেনের উইলিয়াম কেরির সমাধিক্ষেত্র। এই জায়গাটি বর্তমানে শ্রীরামপুর কলেজের তত্ত্বাবধানে রয়েছে। সব মিলিয়ে ফ্রড্রিক নগরের ডেনিশ ভূতেরা এখন পড়েছেন আইডেন্টিটি ক্রাইসিসে!
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2023 3:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: নামের ফলক উধাও! শ্রীরামপুরের ডেনিশ সমাধি সৌধগুলি কার, চেনা দায়