Recruitment at IIT: চাকরি খুঁজছেন? মোটা বেতনের চাকরির সুযোগ IIT-তে
- Reported by:RANJAN CHANDA
- local18
- Edited by:Pooja Basu
Last Updated:
ভাল বেতনে চাকরির সুযোগ দিচ্ছে আইআইটি খড়গপুরে। প্রতি মাসে ৪৭ হাজার টাকা করে দেওয়া হবে নিযুক্ত প্রার্থীদের।
পশ্চিম মেদিনীপুর: চাকরি খুঁজছেন? আপনার জন্য আইআইটি খড়গপুরে রয়েছে কাজের সুযোগ। রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে আইআইটি খড়গপুর।আইআইটি, খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানের ‘ওশিয়ান ইঞ্জিনিয়ারিং এবং নেভাল আর্কিটেকচার’ বিভাগের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশেষ প্রজেক্টের কাজের জন্য রিসার্চ অ্যাসোসিয়েট নেওয়া হবে আইআইটিতে। প্রজেক্টটি স্পনসর করছে নেভাল ফিজিক্যাল অ্যান্ড ওশানোগ্রাফিক ল্যাবরেটরি ।
আরও পড়ুনMadan Bari Rash Mela: রঙিন সাজে মদন মোহন বাড়ি, রাত পোহালেই রাস যাত্রা! দেখুন ছবি
ভাল বেতনে চাকরির সুযোগ দিচ্ছে আইআইটি খড়গপুরে। প্রতি মাসে ৪৭ হাজার টাকা করে দেওয়া হবে নিযুক্ত প্রার্থীদের। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
advertisement
advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিএফডি/ ওশানোগ্রাফি বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা দরকার।
প্রার্থীকে প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেমপোরারি পজিশন’-এ। সেখানে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি ওই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন করতে হবে। ৩০ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
advertisement
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2023 3:07 PM IST