Hooghly News: হ্যাম রেডিওর প্রয়োজনিয়তা ও ব্যবহার নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ কলেজ পড়ুয়াদের
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয় আপৎকালীন পরিস্থিতিতে কিভাবে হ্যাম রেডিওকে কাজে লাগিয়ে বিপর্যয় মোকাবিলা করা হল।
হুগলি: হুগলির দেবানন্দপুরে স্কুল কলেজ পড়ুয়াদের নিয়ে আয়োজিত হল ৮ ঘণ্টার টানা হ্যাম রেডিওর প্রশিক্ষণ। অস্কার ইন্ডিয়ার আয়োজিত গোটা দেশব্যাপী এই প্যান ইন্ডিয়া হ্যাম রেডিও প্রশিক্ষণ শিবিরে হাতে-কলমে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয় আপৎকালীন পরিস্থিতিতে কিভাবে হ্যাম রেডিওকে কাজে লাগিয়ে বিপর্যয় মোকাবিলা করা হয়।
হাম রেডিও বা অ্যামেচার রেডিও এমন এক প্রযুক্তি যা ব্যবহার করা হয় বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় কিংবা আপৎকালীন পরিস্থিতির মোকাবেলা করতে। মূলত বন্যা বা যুদ্ধকালীন পরিস্থিতি যেখানে সমস্ত নেটওয়ার্কিং সিস্টেম বন্ধ হয়ে যায় সেখানেই কাজে আসে এই হ্যাম রেডিও। সম্প্রতি কেরলের বন্যায় উদ্ধারকাজে সবথেকে বেশি ব্যবহৃত হয়েছিল এই হ্যাম রেডিও। এবার হুগলির কলেজ পড়ুয়ারা হাতে-কলমে শিখলেন সেই হাম রেডিওর ব্যবহার।
advertisement
advertisement
২৫ ও ২৬ তারিখচলে এই প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের শেখানো হয় কিভাবে হ্যাম রেডিও ব্যবহার করতে হবে। রাতের বেলায় কিভাবে এই রেডিওর ব্যবহার করা যাবে। কি ভাবে স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় এবং কিভাবে ইউএইচএফ এর সঙ্গে সংযোগ স্থাপন করা যায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেকে ওয়াকিবহাল হয় হ্যাম রেডিও ও তার প্রয়োজনীয়তা সম্পর্কে।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2023 6:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: হ্যাম রেডিওর প্রয়োজনিয়তা ও ব্যবহার নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ কলেজ পড়ুয়াদের