Hooghly News: বাড়িতে রয়েছে একটুকরো জমি, মরশুমি ফুলের নার্সারি করেই হতে পারেন স্বনির্ভর

Last Updated:

শীতকালীন বাহারি ফুলের চাষ করে নতুন আয়ের পথ দেখাচ্ছে হুগলির এক কৃষক।

+
ফুল

ফুল চাষ

গোঘাট: বাড়িতে বসেই রুজি রোজগার। নিজের যদি সামান্য জমি থাকলেই শীতকালীন বাহারি ফুলের চাষ করে নতুন আয়ের পথ দেখাচ্ছে হুগলির এক কৃষক। ছোট ছোট চারা গাছ এবং ভালো গুণগত মানের বীজ তৈরি করে লাভের আয় দেখাচ্ছেন গোঘাট ২ নম্বর ব্লকের শ্যামবাজার পঞ্চায়েতের বেলডিয়া এলাকার বাসিন্দা তারকনাথ গায়েন।
জানা যায় তারকবাবু তার নিজের প্রায় দু বিঘা জমিতে শীতকালীন বাহারি ফুলের চারা গাছ তৈরি করছেন। যার ফলে অন্যান্য চাষের থেকে বিপুল পরিমাণে রোজগার করছেন ফুল চাষ করে তারকনাথ বাবু।এক সময় নিজের নার্সারিতে নতুন চাষের পথ দেখিয়েছেন। কিন্তু এবার বিভিন্ন ধরনের ফুল চাষের কঠোর পরিশ্রমের প্রথম ফল পাওয়ার পর আর পিছনের দিকে তাকাতে হয়নি তাঁকে। বর্তমানে তিন বড় সংসারের সকলের আয়ের উৎস এই ফুলের চাষ। তারকনাথ বাবু বর্তমানে গাঁদা, ডালিয়া, সূর্যমুখী-সহ নানা বাহারি দেশি, বিদেশি ফুলের চাষ করে থাকেন।
advertisement
advertisement
ফুল চাষ নিয়ে তারকনাথ গায়েন জানান “আমি সামান্য টাকা দিয়ে ফুলের চাষ শুরু করেছিলাম। এখন কয়েক হাজার টাকার চারা সব সময় আমার কাছে থাকে। দুই বিঘা জমিতে লাগিয়েছি। এই দেশের বিভিন্ন জায়গায় ফুলের চারা গাছ তৈরি করা হচ্ছে। সততাকে হাতিয়ার করে বেশ কয়েক বছরে আমি সাফল্য পেয়েছি।” ফুল চাষে তারকনাথ বাবুকে এই সাফল্য এলাকার বাসিন্দাদের কাছেও অনুপ্রেরণার উৎস। ফুল চাষে উৎসাহ বাড়ছে এলাকাবাসীর।সব মিলিয়ে তার এই ফুল চাষে সফলতায় খুশি গোঘাট জুড়ে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তারকনাথ বাবুর মতন বাড়িতে ফুল চাষ করে তাহলে হয়তো প্রচুর টাকা লাভেআয়ের পথ দেখবে বেকার ‌যুবকেরা।
Suvojit ghosh
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Hooghly News: বাড়িতে রয়েছে একটুকরো জমি, মরশুমি ফুলের নার্সারি করেই হতে পারেন স্বনির্ভর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement