Hooghly News: বাড়িতে রয়েছে একটুকরো জমি, মরশুমি ফুলের নার্সারি করেই হতে পারেন স্বনির্ভর
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
Last Updated:
শীতকালীন বাহারি ফুলের চাষ করে নতুন আয়ের পথ দেখাচ্ছে হুগলির এক কৃষক।
গোঘাট: বাড়িতে বসেই রুজি রোজগার। নিজের যদি সামান্য জমি থাকলেই শীতকালীন বাহারি ফুলের চাষ করে নতুন আয়ের পথ দেখাচ্ছে হুগলির এক কৃষক। ছোট ছোট চারা গাছ এবং ভালো গুণগত মানের বীজ তৈরি করে লাভের আয় দেখাচ্ছেন গোঘাট ২ নম্বর ব্লকের শ্যামবাজার পঞ্চায়েতের বেলডিয়া এলাকার বাসিন্দা তারকনাথ গায়েন।
জানা যায় তারকবাবু তার নিজের প্রায় দু বিঘা জমিতে শীতকালীন বাহারি ফুলের চারা গাছ তৈরি করছেন। যার ফলে অন্যান্য চাষের থেকে বিপুল পরিমাণে রোজগার করছেন ফুল চাষ করে তারকনাথ বাবু।এক সময় নিজের নার্সারিতে নতুন চাষের পথ দেখিয়েছেন। কিন্তু এবার বিভিন্ন ধরনের ফুল চাষের কঠোর পরিশ্রমের প্রথম ফল পাওয়ার পর আর পিছনের দিকে তাকাতে হয়নি তাঁকে। বর্তমানে তিন বড় সংসারের সকলের আয়ের উৎস এই ফুলের চাষ। তারকনাথ বাবু বর্তমানে গাঁদা, ডালিয়া, সূর্যমুখী-সহ নানা বাহারি দেশি, বিদেশি ফুলের চাষ করে থাকেন।
advertisement
advertisement
ফুল চাষ নিয়ে তারকনাথ গায়েন জানান “আমি সামান্য টাকা দিয়ে ফুলের চাষ শুরু করেছিলাম। এখন কয়েক হাজার টাকার চারা সব সময় আমার কাছে থাকে। দুই বিঘা জমিতে লাগিয়েছি। এই দেশের বিভিন্ন জায়গায় ফুলের চারা গাছ তৈরি করা হচ্ছে। সততাকে হাতিয়ার করে বেশ কয়েক বছরে আমি সাফল্য পেয়েছি।” ফুল চাষে তারকনাথ বাবুকে এই সাফল্য এলাকার বাসিন্দাদের কাছেও অনুপ্রেরণার উৎস। ফুল চাষে উৎসাহ বাড়ছে এলাকাবাসীর।সব মিলিয়ে তার এই ফুল চাষে সফলতায় খুশি গোঘাট জুড়ে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তারকনাথ বাবুর মতন বাড়িতে ফুল চাষ করে তাহলে হয়তো প্রচুর টাকা লাভেআয়ের পথ দেখবে বেকার যুবকেরা।
Suvojit ghosh
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2023 6:32 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Hooghly News: বাড়িতে রয়েছে একটুকরো জমি, মরশুমি ফুলের নার্সারি করেই হতে পারেন স্বনির্ভর