Hooghly News:জেলার প্রাচীনতম বিষ্ণু মন্দির, সংস্কারের অভাবে নষ্ট হতে বসেছে পঞ্চরত্ন শৈলীর স্থাপত্য
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
Last Updated:
গোঘাটের প্রত্যন্ত গ্রাম মামুদপুরে রয়েছে প্রাচীনতম বিষ্ণু মন্দির।সেন বংশ প্রতিষ্ঠিত প্রাচীন স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন।
গোঘাট: যথাযথ সংস্কারের অভাবে নষ্ট হতে বসেছে প্রাচীন স্থাপত্য। ঘটনাটি হুগলির গোঘাটের প্রত্যন্ত গ্রাম মামুদপুরে। যা এখানে রয়েছে প্রাচীনতম বিষ্ণু মন্দির। যা প্রাচীন স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন রয়েছে মন্দিরে।জানা যায় বিষ্ণুমন্দিরটি সেন বংশ প্রতিষ্ঠিত। তবে বর্তমানে মন্দিরটি স্থানীয় রায় পরিবারের তত্ত্বাবধানে আছে।
মন্দিরটি অল্প উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, দক্ষিণমুখী, ত্রিখিলান প্রবেশপথযুক্ত ও পঞ্চরত্ন শৈলীর। গর্ভগৃহের সামনে অলিন্দ।জানা গেছে ১২১৩ সালে তৈরি হয় বিষ্ণু মন্দিরটি।এই মন্দিরের সামনের দেওয়াল টেরাকোটা অলংকারে অলংকৃত। তিনটি খিলানের উপরের টেরাকোটার বিষয়ে রামায়ণের কাহিনী। বাঁকানো কার্নিসের নিচের একটি অনুভূমিক সারি ও দেওয়ালের ধারের একটি করে উলম্ব সারির বর্গাকার কুলুঙ্গিতে আছে বিভিন্ন মূর্তি। টেরাকোটার নিদর্শন এ উল্লেখযোগ্যয হলো কৃষ্ণলীলা ও বিভিন্ন সামাজিক চিত্র। গর্ভগৃহের দরজার দুপাশে দুটি বড় মূর্তি আছে।
advertisement
advertisement
এই বিষয়ে রায় পরিবারের বংশধররা জানান এই গ্রামেই সেন বংশরা ছিলেন। সেই সময় জমিদারি প্রথা ছিল এবং প্রচুর সম্পত্তি ও তাদের ছিল। কিন্তু একসময় সেন বংশ আস্তে আস্তে উচ্ছেদ হয় ঠিক সেই সময় রায় পরিবারের হাতে বিষ্ণু মন্দিরটি তুলে দেন। শুধু তাই নয় মন্দিরের যা কিছু সম্পদ পুরোটাই দান করেন সদস্যদের। তারপর থেকে এই মন্দিরের পুজো শুরু করা হয়। গর্ভগৃহে নারায়ণ শিলা নিত্য পূজিত হয়।এখন তা ভগ্নদশা অবস্থায় পড়ে রয়েছে। চারিদিকে দেওয়াল খসে খসে পড়ছে। বহুবার এই মন্দিরটি সংরক্ষণ করার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কারণ প্রাচীনতম এই মন্দিরটি মেরামত করা হলে অপূর্ব নিদর্শন গুলি গ্রামের মধ্যে স্মৃতি বিজড়িত রয়ে যাবে।
Suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2023 5:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News:জেলার প্রাচীনতম বিষ্ণু মন্দির, সংস্কারের অভাবে নষ্ট হতে বসেছে পঞ্চরত্ন শৈলীর স্থাপত্য