Hooghly News: মায়ের নাগাল পেতে জেসিবি-তে চড়ে বসলেন মহিলারা, জগদ্ধাত্রী বরণের অবাক ছবি

Last Updated:

শুক্রবার রাতেই বৈঁচির সবথেকে পুরনো পুজো ইয়ংস্টারের আদি মায়ের নিরঞ্জন হয়। প্রতিমার উচ্চতা বেশি হওয়ায় হাইড্রো মেশিন দিয়ে মণ্ডপ থেকে প্রতিমাকে নামানো হয়। তারপর জেসিবিতে চড়ে ক্লাবের সদস্যরা বরণ করেন

+
title=

হুগলি: জগদ্ধাত্রী ঠাকুরের বিদায় বেলায় অভিনব কায়দায় দেবীকে বরণ করলেন পুজো উদ্যোক্তারা। যা দেখে একেবারে তাজ্জব সকলে। ২৫ ফুট উচ্চতার প্রতিমাকে বরণ করার জন্য নিয়ে আসা হল জেসিবি। জেসিবি মেশিনের ওপর চড়ে প্রতিমাকে বরণ করলেন এলাকার মহিলারা! এমনই অবাব দৃশ্য দেখা গেল বৈঁচির ইয়াংস্টার ক্লাবের জগদ্ধাত্রী পুজোয়। এই দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে অবাক হচ্ছেন নেটিজেনরা।
বৈঁচিতে ৩৬ টি জগদ্ধাত্রী পুজো হয়। কেন্দ্রীয় কমিটির নিয়ন্ত্রণে হয় ২৮ টি। শুক্রবার অধিকাংশ বারোয়ারি তাদের প্রতিমা নিরঞ্জন করেছে। শুক্রবার রাতেই বৈঁচির সবথেকে পুরনো পুজো ইয়ংস্টারের আদি মায়ের নিরঞ্জন হয়। প্রতিমার উচ্চতা বেশি হওয়ায় হাইড্রো মেশিন দিয়ে মণ্ডপ থেকে প্রতিমাকে নামানো হয়। তারপর জেসিবিতে চড়ে ক্লাবের সদস্যরা বরণ করেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
মহিলা সদস্যরা জানান, তাঁদের অনেকেই পনেরো-বিশ বছর বিয়ে করে এখানে এসেছেন। এতদিন বরণ আদি মায়ের পায়ের কাছে করতে হত। বরণের পর মাকে জল-সন্দেশ-পান খাওয়ানো, সিঁদুর পরানো যেত না। এতে মন খারাপ হত। এবারই প্রথম জেসিবি এনে তাঁদের সেই সুযোগ করে দেওয়া হল। এতে খুশি ক্লাবের মহিলা সদস্য থেকে শুরু করে এলাকার সকলে। ক্লাব সদস্য রাম ভট্টাচার্য বলেন, মায়ের উচ্চতা বেশি তাই হাইড্রা দিয়ে নিরঞ্জনের ব্যবস্থা করা হয়। কিন্তু দেবীকে বরণ করার জন্য এই প্রথম জেসিবি আনা হয়েছে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মায়ের নাগাল পেতে জেসিবি-তে চড়ে বসলেন মহিলারা, জগদ্ধাত্রী বরণের অবাক ছবি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement