Malda News: জাতীয় সড়ক দখল করে বালি-পাথরের কারবার, চরম পরিণতি বাইক আরোহীর
- Reported by:HARASHIT SINGHA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
জাতীয় সড়কের পাশে বালি, পাথর বেআইনিভাবে পড়ে থাকায় ওই বাইক আরোহী লরিটিকে রাস্তা ছাড়তে পারেনি। এদিকে দ্রুতগতিতে থাকা লরিটি পিছন থেকে এসে ধাক্কা মারে বাইকে
মালদহ: জনবহুল এলাকায় জাতীয় সড়কের ফুটপাত দখল করে রাখা বালি-পাথর। আর তাতেই রাস্তার মাঝখান থেকে সরতে না পেরে মর্মান্তিক মৃত্যু হল বাইক আরোহীর। সাতসকালে বাইক নিয়ে বাজারে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু হয় আক্তার (৩৫) নামে ওই যুবকের।
মালদহের কালিয়াচক থানার ছায়াবাণী এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটেছে। জাতীয় সড়কের পাশে বালি, পাথর বেআইনিভাবে পড়ে থাকায় ওই বাইক আরোহী লরিটিকে রাস্তা ছাড়তে পারেনি। এদিকে দ্রুতগতিতে থাকা লরিটি পিছন থেকে এসে ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী যুবকের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
এই দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, মৃত আক্তারের বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায়। বাড়িতে স্ত্রী ও দুই সন্তান আছে। এদিন সকালে বাইকে করে তিনি বাড়ির বাজার করতে যাচ্ছিলেন। যাওয়ার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। লরি ধাক্কা মারলে বাইক থেকে ছিটকে পড়েন আক্তার। লরির চাকা তাঁকে পিষে দেয়। বেআইনি পার্কিং এবং ইমারত কারবারীদের জন্য রাস্তার একাংশ দখল হয়ে থাকছে বলে মৃতের পরিবার এবং স্থানীয়দের অভিযোগ। তার কারণেই এই মৃত্যু বলে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। এদিকে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 25, 2023 12:44 PM IST








