Malda News: জাতীয় সড়ক দখল করে বালি-পাথরের কারবার, চরম পরিণতি বাইক আরোহীর

Last Updated:

জাতীয় সড়কের পাশে বালি, পাথর বেআইনিভাবে পড়ে থাকায় ওই বাইক আরোহী লরিটিকে রাস্তা ছাড়তে পারেনি। এদিকে দ্রুতগতিতে থাকা লরিটি পিছন থেকে এসে ধাক্কা মারে বাইকে

মালদহ: জনবহুল এলাকায় জাতীয় সড়কের ফুটপাত দখল করে রাখা বালি-পাথর। আর তাতেই রাস্তার মাঝখান থেকে সরতে না পেরে মর্মান্তিক মৃত্যু হল বাইক আরোহীর। সাতসকালে বাইক নিয়ে বাজারে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু হয় আক্তার (৩৫) নামে ওই যুবকের।
মালদহের কালিয়াচক থানার ছায়াবাণী এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটেছে। জাতীয় সড়কের পাশে বালি, পাথর বেআইনিভাবে পড়ে থাকায় ওই বাইক আরোহী লরিটিকে রাস্তা ছাড়তে পারেনি। এদিকে দ্রুতগতিতে থাকা লরিটি পিছন থেকে এসে ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী যুবকের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
এই দুর্ঘটনার পর‌ই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, মৃত আক্তারের বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায়। বাড়িতে স্ত্রী ও দুই সন্তান আছে। এদিন সকালে বাইকে করে তিনি বাড়ির বাজার করতে যাচ্ছিলেন। যাওয়ার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। লরি ধাক্কা মারলে বাইক থেকে ছিটকে পড়েন আক্তার। লরির চাকা তাঁকে পিষে দেয়। বেআইনি পার্কিং এবং ইমারত কারবারীদের জন্য রাস্তার একাংশ দখল হয়ে থাকছে বলে মৃতের পরিবার এবং স্থানীয়দের অভিযোগ। তার কারণেই এই মৃত্যু বলে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। এদিকে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: জাতীয় সড়ক দখল করে বালি-পাথরের কারবার, চরম পরিণতি বাইক আরোহীর
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement