Hooghly News: ঘরে বসে বিশ্বকাপ দেখতে গিয়ে বিপত্তি! ডিপফেকের খপ্পরে অবসাদে তরুণী
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
Last Updated:
Hooghly News: তরুণীর সহকর্মি জানিয়েছেন, বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল খেলা দেখছিলেন তরুণী তাঁর মোবাইলে। হঠাৎই একটা ফ্ল্যাশ মেসেজ ভেসে ওঠে। সেটা খুলতেই একটা অ্যাপ ডাউনলোড হয়ে যায়।
হুগলি: সম্প্রতি অভিনেত্রী রশ্মিকা মান্দানার ডিপ ফেক ছবি নিয়ে সরব হয়েছেন অমিতাভ থেকে বলিউডের অনেকেই। সচীন-কন্যা সারাও তাঁর ইনস্টা হ্যান্ডলে প্রতিবাদ করেন ডিপ ফেক নিয়ে।আমজনতারও মাথা ব্যাথার কারন এখন ডিপফেক প্রযুক্তি। একজনের শরীরে অন্যের মুখ বসিয়ে দিয়ে চলছে ব্ল্যাকমেল। আর এই ডিপফেকের ভয় দেখিয়ে সাইবার প্রতারনার শিকার হলেন মানকুণ্ডুর এক তরুণী।
তরুণীর সহকর্মি জানিয়েছেন, বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল খেলা দেখছিলেন তরুণী তাঁর মোবাইলে। হঠাৎই একটা ফ্ল্যাশ মেসেজ ভেসে ওঠে। সেটা খুলতেই একটা অ্যাপ ডাউনলোড হয়ে যায়। এরপর অ্যাকসেস নোটিফিকেশনে মোবাইল নম্বর দেন তরুনী। তাঁর অ্যাকাউন্টে এগারো হাজার টাকা পাঠানো হয় লোন হিসাবে। দু’ দিন পর থেকে শুরু হয় বিভিন্ন নম্বর থেকে ফোন করা।টাকার জন্য চাপ।টাকা না দিলে ডিপফেক করা অশ্লীল ছবি ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি। তরুণীর কনট্যাক্ট লিস্টে থাকা অনেককেই ডিপফেক ছবি পাঠানো শুরু হতেই ভয় পেয়ে যান তরুনী। ১৯ হাজার টাকা অনলাইন পেমেন্ট করে দেন। হ্যাকাররা বুঝে যায় ভয়ে কাজ হয়েছে। এরপর লাগাতার টাকা চেয়ে ফোন আসতে থাকে। অবসাদ গ্রস্থ হয়ে পরেন তরুণী।
advertisement
advertisement
তরুণীকে নিয়ে ভদ্রেশ্বর থানায় গিয়ে অভিযোগ করেন তাঁর এক আত্মীয়।সেখান থেকে চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানা চুঁচুড়ায় এসে অভিযোগ দায়ের করেন।পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাশ মেসেজের মাধ্যমে ফোন ক্লোনিং অ্যাপ ডাউনলোড করিয়ে হ্যকাররা অনেক মানুষকে প্রতারিত করছে। ভয় দেখাতে ডিপফেককে হাতিয়ার করছে।সামাজিক সম্মানের কথা ভেবে অনেকেই টাকা দিয়ে দিচ্ছেন।এগুলো থেকে সাবধান থাকতে হবে।এই ধরনের ফোন এলে তা ব্লক করতে হবে।মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা ফ্ল্যাশ মেসেজে পাত্তা না দেওয়াই ভাল।কোনো অ্যাপ ডাউনলোড করলে তাতে পার্সোনাল ডিটেলস দেওয়া থেকে বিরত থাকতে হবে।
advertisement
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2023 4:33 PM IST