Dibyendu Adhikari: কাঁথিতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা দিব্যেন্দুর গাড়ির, বুকে আঘাত পেলেন সাংসদ

Last Updated:

Dibyendu Adhikari: কাঁথি যাওয়ার পথে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কার হাত থেকে বাঁচতে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারির গাড়িটি রাস্তার ধারে নেমে যায়

কাঁথিতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা দিব্যেন্দুর গাড়ির
কাঁথিতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা দিব্যেন্দুর গাড়ির
কাঁথি: কাঁথিতে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচল সাংসদ দিব্যেন্দু অধিকারীর গাড়ি। কাঁথি যাওয়ার পথে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কার হাত থেকে বাঁচতে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারির গাড়িটি রাস্তার ধারে নেমে যায়। প্রচন্ড ঝাঁকুনি লাগে গাড়িতে বসে থাকা সাংসদের।
ঘটনায় বুকে আঘাত পান তিনি। হলদিয়া থেকে কাঁথি যাচ্ছিল সাংসদের গাড়ি। উল্টো দিক থেকে আসছিলো লরিটি। কাঁথির লোকাল বোর্ড স্টপেজের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। চিকিৎসার জন্য সাংসদকে স্থানীয় এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
advertisement
advertisement
জানা গিয়েছে, এদিন সাংসদের গাড়ি কাঁথির দিকে যাচ্ছিল। সেই সময়ে উল্টো পথ দিয়ে দ্রুত গতিতে একটি লরি ছুটে আসছিল। শেষে সাংসদের গাড়ি চালক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে গাড়িটিকে রাস্তার ধারে দ্রুত নিয়ে যান। কিন্তু গাড়িটিকে খুবই জোরে ঝাঁকুনি লাগে। বুকে আঘাত পান সাংসদ দিব্যেন্দু অধিকারী।
advertisement
আপাতত স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এর আগে ২০২১ সালে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের কাছে দিব্যেন্দুর গাড়িতে ট্যাঙ্কারের ধাক্কা মারে। সেই সময়ে অল্পবিস্তর আহত হন সাংসদ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dibyendu Adhikari: কাঁথিতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা দিব্যেন্দুর গাড়ির, বুকে আঘাত পেলেন সাংসদ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement