Birbhum Weather: ছুটিতে শান্তিনিকেতন যাচ্ছেন! শীতের জন্য কতটা প্রস্তুত থাকবে হবে, জেনে নিন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
Birbhum Weather: শনিবারের তুলনায় সামান্য হলেও বেড়েছে বীরভূমের তাপমাত্রা। আপাতত বীরভূমে রবিবার পর্যন্ত কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মোটের ওপর আকাশ থাকবে পরিষ্কার।
অগ্রহায়ণ মাসের শুরুতেই ধীরে ধীরে ঠান্ডা পড়ছে লাল মাটির জেলা বীরভূমে। কখনও কখনও সকাল বেলায় মেঘলা আকাশ আবার কখনও হালকা রোদের অনুভূতি। সূর্য ডুবতেই মৃদু ঠাণ্ডা হাওয়া বইছে। আর এই ঠাণ্ডা আবহাওয়া অনুভব করতে দূর দুরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন বীরভূমের তারাপীঠ কিংবা কবিগুরুর লাল মাটির জেলা বোলপুর শান্তিনিকেতনে। যদি আপনি এই সপ্তাহেই বীরভূম আসতে চান তাহলে এক নজরে জেনে নিন বীরভূমের আবহাওয়ার আপডেট।
advertisement
advertisement
advertisement
বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড। পূর্ব দিকে অবস্থিত মুর্শিদাবাদ। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা-ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর শহরের সন্নিকটে অবস্থিত।
advertisement
