মাঠে আলুর ফলন হয়েছে ব্যাপক! তবুও দাম পাচ্ছেন না আলু চাষিরা

Last Updated:

Arambag farmers- সমস্যা আলুর দাম কম নিয়ে। চাষীদের দাবি, বর্তমানে মাঠে আলুর দাম বস্তা প্রতি ৪১০ থেকে ৪২০ টাকা। এক বিঘা জমির আলু চাষ করতে যেখানে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচা হয়েছে।

+
মাঠেই

মাঠেই পড়ে রয়েছে চাষের আলু

হুগলি: হুগলি জেলার আরামবাগে এ বছর চার হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে আলু। আলু ফলন অন্য বছরের তুলনায় এবছর খুবই ভালো। তারপরেও দুশ্চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। তার কারণ আলুর ফলন হলেও দাম নেই! সেই কারণে মাঠের আলু মাঠেই পড়ে নাকি নষ্ট হতে চলেছে!
কৃষকদের কাতর আর্জি, যাতে ব্যবসায়ীরা একটু এগিয়ে এসে তাঁদের সাহায্য করেন! তাতে আলু নষ্ট না হয় সঠিক দামে তারা বিক্রি করতে পারবেন। রাজ্যে আলু চাষে সেরার সেরা লিস্টে নাম রয়েছে আরামবাগের। এবার আলু চাষ করে চরম সমস্যায় পড়েছেন সেই আরামবাগের চাষীরা।
আরও পড়ুন- বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ! পাশবিক নির্যাতনে ধৃত এক নাবালক-সহ ২
সমস্যা আলুর দাম কম নিয়ে। চাষীদের দাবি, বর্তমানে মাঠে আলুর দাম বস্তা প্রতি ৪১০ থেকে ৪২০ টাকা। এক বিঘা জমির আলু চাষ করতে যেখানে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচা হয়েছে। সেই জায়গায় এই দামে আলু বিক্রি করে কোনও লাভ হবেনা। অভিযোগ,তার উপর আলুর দাম কম হওয়ায় ব্যবসাদাররা আলু কিনছে না।
advertisement
advertisement
ফলে মাঠের আলু মাঠেই রাশি রাশি জমা হয়ে পরে রয়েছে। চাষীদের দাবি,এই ভাবে মাঠে আলু পরে থাকলে সেই আলু পচে নষ্ট হয়ে যাবে।ফলে একদিকে আলুর দাম কম, অন্যদিকে আলু না কেনার ফলে পচে তা নষ্ট হবে। দুই দিক থেকেই ক্ষতির মুখে আলু চাষীরা। ফলে চিন্তায় দিশেহারা চাষীরা।
সরকার যাতে দ্রুত তাঁদের এই সমস্যার সমাধান করে তার দাবি জানাচ্ছেন কৃষকরা। এই বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শ্যামল মিশ্র জানিয়েছেন, আলু চাষ বেশি হওয়ার কারণেই দাম কমেছে। কৃষকদের সমস্যার সমাধানে আলু ব্যবসায়ী, স্টোরের মালিকদের সাথে বৈঠক করা হয়েছে। শীঘ্রই ব্যবসায়ারী আলু কেনার জন্য মাঠে নামবেন বলে দাবি করেন তিনি।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাঠে আলুর ফলন হয়েছে ব্যাপক! তবুও দাম পাচ্ছেন না আলু চাষিরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement