পুজোর আগে 'অ্যাকশনে' পুলিশ! খোলা হল বিশেষ...! এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বড় উদ্যোগ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Durga Puja 2025: দুর্গাপুজোর আগে বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পায়। এই ধরণের অপরাধমূলক ঘটনা রুখতে পদক্ষেপ গ্রহণ করল পুলিশ
তমলুক, সৈকত শীঃ আকাশে কালো মেঘ, বৃষ্টি চললেও ক্যালেন্ডারের পাতা বলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দোরগোড়ায়। দুর্গাপুজোর সময় এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিল পুলিশ। পুজোকে কেন্দ্র করে একদিকে যেমন আনন্দ, উৎসব ও জমজমাট কেনাকাটা চলে, তেমনই বেড়ে যায় মানুষের ভিড়, নগদ লেনদেন এবং মূল্যবান সামগ্রীর আদান-প্রদান। ফলে দুর্গাপুজোর আগে বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পায়। এবার আগেভাগেই এই ধরণের অপরাধমূলক ঘটনা রুখতে পদক্ষেপ গ্রহণ করল পুলিশ।
তমলুক মহকুমা অফিস সংলগ্ন একটি বেসরকারি গেস্ট হাউসে পুলিশের পক্ষ থেকে আয়োজিত হয় নিরাপত্তা সংক্রান্ত বিশেষ বৈঠক। বিশেষত ব্যাঙ্ক ও সোনার দোকানদারদের নিয়ে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি (ডিইবি) শান্তব্রত চন্দ, তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আফজল আবরার, তমলুক থানার আইসি সুভাষ চন্দ্র ঘোষ সহ অন্যান্যরা। পুজোর আগে কেনাকাটার জন্য ব্যাঙ্ক ও এটিএমগুলিতে গ্রাহকেরা টাকা পয়সা তোলেন। অন্যদিকে বিভিন্ন বাজারে কেনাকাটার জন্য নগদ লেনদেনও বেড়ে যায়। ফলে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনার ঝুঁকি থাকে।
advertisement
আরও পড়ুনঃ ডাকাতি-লুঠের ভয় শেষ! সুইচ টিপলেই থানায় বাজবে সাইরেন, আসবে পুলিশ! শুরু হয়ে গেল নয়া ‘সিস্টেম’
এই বিষয়ে তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আফজল আবরার বলেন, ‘সামনে পুজোর মরশুমে বিভিন্ন সামগ্রী যেমন গয়না কেনাকাটা থেকে শুরু করে ব্যাঙ্কের লেনদেন অনেকটাই বাড়তে থাকে। সেটার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা রীতিমতো সক্রিয় হয়ে ওঠে। তাই যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যই আমাদের সকলকে সচেতন হতে হবে।’
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিনের বৈঠকে ব্যাঙ্ক ও স্বর্ণ ব্যবসায়ীরা নিজেদের নানা সমস্যার কথা খোলামেলাভাবে তুলে ধরেন। একাধিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। ভবিষ্যতে যাতে তথ্য আদান-প্রদান আরও দ্রুত ও কার্যকরীভাবে করা যায়, সেই জন্য পুলিশ প্রশাসনের তরফে উপস্থিত ব্যাঙ্ক প্রতিনিধি এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়। এতে কোনও সমস্যা দেখা দিলে বা কোনও সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করলে সঙ্গে সঙ্গে সেই তথ্য গ্রুপে জানাতে পারবেন সদস্যরা। তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে পুলিশ। ফলে পুজোর আগে এলাকার বিভিন্ন সোনার দোকান, ব্যাঙ্কের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি পদক্ষেপ নিল পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 1:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর আগে 'অ্যাকশনে' পুলিশ! খোলা হল বিশেষ...! এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বড় উদ্যোগ