Jangipur: জাতীয় সড়কে গভীর রাতে চালকদের হাতে পুলিশের তরফে ঠান্ডা জল, গরম চা

Last Updated:

Jangipur: এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চালক থেকে সাধারণ মানুষ।

জঙ্গিপুরঃ সম্প্রতি জঙ্গিপুর এলাকায় বেড়ে চলেছে দুর্ঘটনা। ফরাক্কাতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিধায়কের চালকের। পাশাপাশি রঘুনাথগঞ্জে অটো উল্টে মৃত্যু হয়েছে তিনজনের। পরিস্থিতি পাল্টাতে পুলিশের পক্ষ থেকে রাতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জঙ্গিপুরে (Jangipur) ৩৪নং জাতীয় সড়কের উপর রাতে গাড়ি থামিয়ে চালকদের বিশ্রাম দেওয়া হল। পুলিশের পক্ষ থেকে বেশ কিছু দিন ধরেই রাতে রঘুনাথগঞ্জ থানার ওমরপুরে গাড়ি থামানো হচ্ছে। গাড়ি থামিয়ে চালকদের বিশ্রাম শুধু নয়, গরম চা ও ঠান্ডা জল দেওয়া হচ্ছে। তবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চালক থেকে সাধারণ মানুষ।
যদিও এখন শীত শেষের দিকে, তবুও রাতে দিকে কুয়াশা থাকার ফলে দুর্ঘটনা বেড়েই চলেছে। সেই দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে গাড়িচালকদের বিশ্রাম দেওয়া হচ্ছে ।বাস থেকে আরম্ভ করে ছোট গাড়ি এবং পণ্যবোঝাই লরি-সমস্ত গাড়িচালকদের থামিয়ে চা ও জল দেওয়া হচ্ছে রাতে।
advertisement
advertisement
আরও পড়ুন : ফাল্গুনের দুর্গাপুজো ঘিরে সাজো সাজো রব, মঙ্গলকলস যাত্রায় সামিল ২০০ মহিলা
পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে। এক চালক বলেন,  ‘‘এই উদ্যোগে আমরা খুব খুশি। কারণ, রাতে গাড়ি চালাতে গেলে ভোরের দিকে ঘুম চলে আসে৷ তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাতে আমরা সাধুবাদ জানাই।’’
advertisement
আরও পড়ুন : পঞ্চম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার স্কুলের প্রধানশিক্ষক
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে ৩৪ নং জাতীয় সড়কের উপর গাড়ি থামিয়ে চালকদের বিশ্রাম দেওয়া হচ্ছে । আগামী দিনেও এই উদ্যোগ চলবে বলে জানানো হয়েছে।
advertisement
( প্রতিবেদন : কৌশিক অধিকারী)
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jangipur: জাতীয় সড়কে গভীর রাতে চালকদের হাতে পুলিশের তরফে ঠান্ডা জল, গরম চা
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement