Purba Bardhaman News: বেনারস থেকে বাংলাদেশ! বর্ধমানের কাছে গাড়ি থামাতেই পুলিশের চক্ষু চড়কগাছ, কী মিলল?
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সোমবার আনুমানিক রাত সাড়ে এগারোটা নাগাদ কেতুগ্রাম থানার পুলিশ ৬ নম্বর রাজ্য সড়কের ওপর পাঁচুন্দি মোড়ের কাছে নাকা তল্লাশির সময় একটি সন্দেহজনক গাড়িকে আটক করে।
শরদিন্দু ঘোষ, বর্ধমান: একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১২০ লিটার ফেনসিডিল কাশির সিরাপ বাজেয়াপ্ত করল কেতুগ্রাম থানার পুলিশ। এই ঘটনায় চিন্ময় সরকার ও মফিজুল মণ্ডল নামে মুর্শিদাবাদের দু জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা বেনারস থেকে মুর্শিদাবাদে অবৈধ ভাবে সিরাপ নিয়ে আসছিল পাচার করার জন্য। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়।
পূর্ব বর্ধমান জেলা পুলিশ মঙ্গলবার জানিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার আনুমানিক রাত সাড়ে এগারোটা নাগাদ কেতুগ্রাম থানার পুলিশ ৬ নম্বর রাজ্য সড়কের ওপর পাঁচুন্দি মোড়ের কাছে নাকা তল্লাশির সময় একটি সন্দেহজনক গাড়িকে আটক করে। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ১২০ লিটার ফেনসিডিল বাজেয়াপ্ত করে। সেই সঙ্গে চিন্ময় সরকার ও মফিজুল মন্ডল নামে মুর্শিদাবাদের দুজন ব্যক্তিকে আটক করে।
advertisement
আরও পড়ুন: স্কুলের পোশাক নয়, লাল পাড় সাদা শাড়ি পরে মাধ্যমিক দিতে এল ছাত্রী! সব শুনে হতবাক পরীক্ষক
advertisement
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতরা বেনারস থেকে মুর্শিদাবাদে অবৈধ ভাবে কাশির সিরাপ নিয়ে আসছিল পাচার করার জন্য। ধৃতদের বিরুদ্ধে কেতুগ্রাম থানায় মাদকদ্রব্য চোরাচালান বিরোধী বিশেষ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার বর্ধমান অতিরিক্ত জেলা ও দায়রা(বিশেষ) আদালতে পেশ করা হয়।
advertisement
জেলা পুলিশের এক তদন্তকারী অফিসার বলেন, ‘রুটিন মাফিক তল্লাশি চলছিল। তাতেই এই পাচার চক্রের হদিশ মেলে। ওই কাশির সিরাপ ও গাড়িটিকে আটক করা হয়েছে। ওই সিরাপ অনেকে নেশার জন্য ব্যবহার করে। ওই সিরাপ পাচারের জন্য বেনারস থেকে নিয়ে আসা হচ্ছিল। গাড়িতে তা পরিবহণের কোনও সঠিক কাগজ ছিল না। মুর্শিদাবাদ থেকে তা অন্যত্র ছড়িয়ে দেওয়া হতো। তার আগেই তা বাজেয়াপ্ত করা সম্ভব হল। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। কোথায় কোথায় এই সিরাপ পাচার করা হয়, কতদিন ধরে এই কারবার চলছে, কারা এই পাচার কারবারের সঙ্গে জড়িত তা বিস্তারিতভাবে জানার চেষ্টা চালানো হবে। এই সিরাপ সীমান্ত দিয়ে বাংলাদেশ সহ এশিয়ার অন্য দেশেও পাচার হতো কিনা খতিয়ে দেখা হচ্ছে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2025 7:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: বেনারস থেকে বাংলাদেশ! বর্ধমানের কাছে গাড়ি থামাতেই পুলিশের চক্ষু চড়কগাছ, কী মিলল?