Madhyamik 2025: স্কুলের পোশাক নয়, লাল পাড় সাদা শাড়ি পরে মাধ্যমিক দিতে এল ছাত্রী! সব শুনে হতবাক পরীক্ষক
- Published by:Debamoy Ghosh
Last Updated:
শরদিন্দু ঘোষ
শরদিন্দু ঘোষ, মেমারি: বাবা ছিলেন সবচেয়ে বড় অনুপ্রেরণা। সেই বাবাকে হারিয়েছে কয়েক দিন আগেই। শোককে পাশে সরিয়ে রেখে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মেয়ে। পূর্ব বর্ধমানের মেমারির মেয়ের মনের জোর দেখে অনুপ্রাণিত সকলেই। সবাই চাইছেন, ভাল ফল করুক এই পরীক্ষার্থী।
বাবা চেয়েছিলেন, মেয়ে হাসিমুখে জীবনযুদ্ধে এগিয়ে যাক। তাই বাবার মৃত্যুর মাত্র ১১ দিনের মাথায় জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছে মেয়ে। বাবার মৃত্যুর শোক সামলে বাবার স্বপ্নপূরণই এখন একমাত্র লক্ষ্য পূর্ব বর্ধমানের মেমারির প্রিয়া মাহাতোর। বাবার চলে যাওয়ার কষ্ট এখনও টাটকা। শেষ হয়নি পরলৌকিক কাজও। তবু বাবার ইচ্ছে বাস্তবায়ন করতে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই লালপাড় সাদা শাড়িতে হাজির সে।
advertisement
advertisement
পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বৈদ্যডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে চোখে পড়ল এক আবেগঘন দৃশ্য। পরীক্ষার হলে প্রবেশ করছে প্রিয়া মাহাতো। সে কয়েক দিন আগেই হারিয়েছে তার সবচেয়ে বড় শক্তির উৎস, তার বাবা রাজু মাহাতোকে। মাত্র ৩৮ বছর বয়সে কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। স্বভাবতই প্রিয়া সহ তার গোটা পরিবারই শোকে বিহ্বল৷
advertisement
কিন্তু বাবাই ছিলেন তার বড় অনুপ্রেরণা। বাবার স্বপ্ন ছিল, মেয়ে যেন পড়াশোনায় মনোযোগী থাকে, ভাল ফল করে এগিয়ে যায় জীবনে। সেই স্বপ্নই পূরণ করতে বাবার শোকে মুহ্যমান হয়েও পরীক্ষা দিতে বসেছে প্রিয়া। বাবার শেষ ইচ্ছে পূরণের সংকল্পে সে দৃঢ় প্রতিজ্ঞ।
পরীক্ষা কেন্দ্রে উপস্থিত শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা প্রিয়ার এই মানসিক দৃঢ়তা দেখে বিস্মিত ও গর্বিত। তার বন্ধুরাও তাকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে। সবার একটাই আশা, প্রিয়া ভাল ফল করবে এবং বাবার স্বপ্নপূরণ করতে পারবে।
advertisement
প্রিয়া জানাল, ‘বাবা চেয়েছিলেন আমি যেন যে কোনও অবস্থাতেই পরীক্ষা দিই। তাই এই লড়াই আমাকে লড়তেই হবে।’ বান্ধবী অনিতা রায় জানায়, এই ঘটনা তাদের সবার কাছে প্রেরণা।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2025 7:27 PM IST