Bangladesh Border: রাত বাড়লেই বাংলা-উর্দুতে সাঙ্কেতিক লেনদেন, ধরা পড়ছে হ্যাম রেডিওয়! বনগাঁ, বসিরহাটের বাংলাদেশ সীমান্তে কী চলছে?

Last Updated:
এই সাঙ্কেতিক লেনদেন বুঝতে পেরেই বিষয়টি কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রককে জানান হ্যাম রেডিও ব্যবহারকারীরা৷
1/9
পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশ সীমান্ত বরাবর নতুন উদ্বেগের খবর ভারতীয় নিরাপত্তা এজেন্সিগুলির জন্য৷ কারণ ওই অঞ্চলের হ্যাম রেডিও ব্যবহারকারীদের দাবি, রাত বাড়লেই সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে সন্দেহজনক সঙ্কেতের আদানপ্রদান চলছে৷
পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশ সীমান্ত বরাবর নতুন উদ্বেগের খবর ভারতীয় নিরাপত্তা এজেন্সিগুলির জন্য৷ কারণ ওই অঞ্চলের হ্যাম রেডিও ব্যবহারকারীদের দাবি, রাত বাড়লেই সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে সন্দেহজনক সঙ্কেতের আদানপ্রদান চলছে৷
advertisement
2/9
বাংলাদেশে ক্রমাগত যখন ভারত বিদ্বেষ বাড়ছে এবং সীমান্তের ওপারে মৌলবাদী শক্তি, পাকিস্তানের আইএসআই-এর প্রভাব বাড়ছে, সেই সময় এই খবর ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলেই মনে করছেন সরকারি শীর্ষ আধিকারিকরা৷
বাংলাদেশে ক্রমাগত যখন ভারত বিদ্বেষ বাড়ছে এবং সীমান্তের ওপারে মৌলবাদী শক্তি, পাকিস্তানের আইএসআই-এর প্রভাব বাড়ছে, সেই সময় এই খবর ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলেই মনে করছেন সরকারি শীর্ষ আধিকারিকরা৷
advertisement
3/9
দ্য হিন্দু-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর মাসে প্রথমবার উত্তর চব্বিশ পরগণার বনগাঁ, বসিরহাট এবং দক্ষিণ চব্বিশ পরগণার সুন্দরবনের সীমান্ত লাগোয়া এলাকার হ্যাম রেডিও ব্যবহারকারীরা বাংলা এবং উর্দুতে সাঙ্কেতিক তথ্য আদানপ্রদানের প্রমাণ পান৷
দ্য হিন্দু-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর মাসে প্রথমবার উত্তর চব্বিশ পরগণার বনগাঁ, বসিরহাট এবং দক্ষিণ চব্বিশ পরগণার সুন্দরবনের সীমান্ত লাগোয়া এলাকার হ্যাম রেডিও ব্যবহারকারীরা বাংলা এবং উর্দুতে সাঙ্কেতিক তথ্য আদানপ্রদানের প্রমাণ পান৷
advertisement
4/9
এই সাঙ্কেতিক লেনদেন বুঝতে পেরেই বিষয়টি কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রককে জানান হ্যাম রেডিও ব্যবহারকারীরা৷ এর পরই কলকাতার ইন্টারন্যাশনাল রেডিও স্টেশন (ট্র্যাকিং)-কে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়৷
এই সাঙ্কেতিক লেনদেন বুঝতে পেরেই বিষয়টি কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রককে জানান হ্যাম রেডিও ব্যবহারকারীরা৷ এর পরই কলকাতার ইন্টারন্যাশনাল রেডিও স্টেশন (ট্র্যাকিং)-কে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়৷
advertisement
5/9
ফের যদি এই ধরনের সঙ্কেতে আদান প্রদান ধরা পড়ে, অবিলম্বে তা জানানোর জন্য হ্যাম রেডিও অপারেটরদেরও বলা হয়েছে৷
ফের যদি এই ধরনের সঙ্কেতে আদান প্রদান ধরা পড়ে, অবিলম্বে তা জানানোর জন্য হ্যাম রেডিও অপারেটরদেরও বলা হয়েছে৷
advertisement
6/9
ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, রাত ১টা থেকে ৩টের মধ্যে মূলত এই ধরনের সাঙ্কেতিক ভাষায় কথোপকথন ধরা পড়ছে৷ বাংলাদেশি টানের বাংলা, উর্দু এবং আরবি ভাষায় এই সঙ্কেতগুলি দেওয়া হচ্ছে৷
ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, রাত ১টা থেকে ৩টের মধ্যে মূলত এই ধরনের সাঙ্কেতিক ভাষায় কথোপকথন ধরা পড়ছে৷ বাংলাদেশি টানের বাংলা, উর্দু এবং আরবি ভাষায় এই সঙ্কেতগুলি দেওয়া হচ্ছে৷
advertisement
7/9
তিনি আরও জানান, এই সাঙ্কেতিক ভাষা আমরা বুঝতে পারিনি৷ যাঁরা এই সঙ্কেত দিচ্ছিলেন, তাদের যখনই নিজেদের পরিচয় জানাতে বলা হয়, তারা চুপ করে যাচ্ছে৷
তিনি আরও জানান, এই সাঙ্কেতিক ভাষা আমরা বুঝতে পারিনি৷ যাঁরা এই সঙ্কেত দিচ্ছিলেন, তাদের যখনই নিজেদের পরিচয় জানাতে বলা হয়, তারা চুপ করে যাচ্ছে৷
advertisement
8/9
ডিসেম্বর মাসের মাঝামাঝি উত্তর চব্বিশ পরগণার সোদপুরের একজন হ্যাম রেডিও অপারেটর প্রথম এই ধরনের সাঙ্কেতিক লেনদেন বুঝতে পারেন বলে জানা গিয়েছে৷
ডিসেম্বর মাসের মাঝামাঝি উত্তর চব্বিশ পরগণার সোদপুরের একজন হ্যাম রেডিও অপারেটর প্রথম এই ধরনের সাঙ্কেতিক লেনদেন বুঝতে পারেন বলে জানা গিয়েছে৷
advertisement
9/9
প্রথমদিকে বিষয়টিকে এ রাজ্যের হ্যাম রেডিও অপারেটররা গুরুত্ব না দিলেও বসিরহাট, বনগাঁ, সুন্দরবন এলাকায় এই ধরনের সাঙ্কেতিক ভাষায় কথোপকথন ঘটনা নিয়মিত ধরা পড়ে৷ এমন কি, জানুয়ারি মাসের মাঝামাঝি গঙ্গাসাগর মেলা চলার সময়েও এই সাঙ্কেতিক লেনদেন ধরা পড়ে৷
প্রথমদিকে বিষয়টিকে এ রাজ্যের হ্যাম রেডিও অপারেটররা গুরুত্ব না দিলেও বসিরহাট, বনগাঁ, সুন্দরবন এলাকায় এই ধরনের সাঙ্কেতিক ভাষায় কথোপকথন ঘটনা নিয়মিত ধরা পড়ে৷ এমন কি, জানুয়ারি মাসের মাঝামাঝি গঙ্গাসাগর মেলা চলার সময়েও এই সাঙ্কেতিক লেনদেন ধরা পড়ে৷
advertisement
advertisement
advertisement