#জগদ্দল: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এএসআই। জগদ্দল থানার এএসআই সৌমেন সিংহকে চালক সেজে গ্রেফতার করলেন দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। গ্রেফতার বারাকপুর আদালতের এক মুহুরি অনিমেষ রায়ও।
কয়েকদিন আগে কল্যাণী রোডে একটি ট্রাক দুর্ঘটনা হয়। সেই মামলায় ছাড় দেওয়ার লোভ দেখিয়ে ট্রাক মালিকের থেকে ঘুষ চান ওই এএসআই। ট্রাক মালিক দুর্নীতি দমন শাখার সঙ্গে যোগাযোগ করেন। পরিকল্পনামতো এএসআই-র সঙ্গে ট্রাক মালিকের টাকা নিয়ে রফা করার সময় ঘটনাস্থলে ম্যাটাডোরের চালক সেজে হাজির হন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। এরপরই গ্রেফতার করা হয় দু'জনকে। আজ ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bribe, Police, Police Arrested