ঘুষ নিতে গিয়ে গ্রেফতার পুলিশ

পার্সোনেল মন্ত্রকের তরফ থেকে প্রত্যেকটি কেন্দ্রীয় দফতরের সচিবদের লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে । দফতরের প্রত্যেকটি কর্মীর নথিপত্র ও কাজের পরিসংখ্যান খতিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

পার্সোনেল মন্ত্রকের তরফ থেকে প্রত্যেকটি কেন্দ্রীয় দফতরের সচিবদের লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে । দফতরের প্রত্যেকটি কর্মীর নথিপত্র ও কাজের পরিসংখ্যান খতিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

ঘুষ নিতে গিয়ে গ্রেফতার পুলিশ

  • Last Updated :
  • Share this:

     #জগদ্দল: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এএসআই। জগদ্দল থানার এএসআই সৌমেন সিংহকে চালক সেজে গ্রেফতার করলেন দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। গ্রেফতার বারাকপুর আদালতের এক মুহুরি অনিমেষ রায়ও।

    কয়েকদিন আগে কল্যাণী রোডে একটি ট্রাক দুর্ঘটনা হয়। সেই মামলায় ছাড় দেওয়ার লোভ দেখিয়ে ট্রাক মালিকের থেকে ঘুষ চান ওই এএসআই। ট্রাক মালিক দুর্নীতি দমন শাখার সঙ্গে যোগাযোগ করেন। পরিকল্পনামতো এএসআই-র সঙ্গে ট্রাক মালিকের টাকা নিয়ে রফা করার সময় ঘটনাস্থলে ম্যাটাডোরের চালক সেজে হাজির হন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। এরপরই গ্রেফতার করা হয় দু'জনকে। আজ ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

    First published:

    Tags: Bribe, Police, Police Arrested