Berhampore Murder Update: মুখ কুলুপ, খাওয়া বন্ধ! লক আপে সুশান্তর আচরণে চিন্তায় পুলিশ

Last Updated:

গত সোমবার সন্ধ্যায় বহরমপুরের গোড়াবাজার এলাকায় নিজের প্রেমিকাকেই রাস্তার উপরে কুপিয়ে খুন করে সুশান্ত৷

বহরমপুর হত্যাকাণ্ডে ধৃত সুশান্ত চৌধুরী৷
বহরমপুর হত্যাকাণ্ডে ধৃত সুশান্ত চৌধুরী৷
#বহরমপুর: নিজের প্রেমিকাকে রাস্তার উপরে নির্মম ভাবে কুপিয়ে খুন৷ তার পর পালাতে গিয়ে পুলিেশর হাতে গ্রেফতার৷ কিন্তু তার পর থেকেই যেন থম মেরে গিয়েছে বহরমপুরে কলেজ ছাত্রী হত্যাকাণ্ডে ধৃত সুশান্ত চৌধুরী৷
মঙ্গলবারই সুশান্তকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ এই মুহূর্তে বহরমপুর থানার লক আপে রাখা হয়েছে তাকে৷ কিন্তু পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে গ্রেফতারির পর থেকেই কিছু খাচ্ছে না সুশান্ত৷ মঙ্গলবার শুধু একবার সামান্য চা এবং একবার মাত্র সামান্য মুড়ি খেয়েছে সে। বার বার চেষ্টা করেও সুশান্তকে খাওয়াতে ব্যর্থ হয়েছেন পুলিশ অফিসাররা৷
advertisement
এ দিন সকাল থেকেও সুশান্ত মুখে কিছু তোলেনি৷ সুশান্ত নিজেই পুলিশকে জানিয়েছে যে সে ধূমপান করে, কিন্তু সোমবারের পর থেকে বিড়ি- সিগারেটেও অনীহা তৈরি হয়েছে সুশান্তর৷ বহরমপুর থানায় নিয়ে আসার পর থেকে সুশান্তকে একাধিকবার স্নান করানোরও চেষ্টা করেছেন পুলিশ কর্মীরা, কিন্তু রাজি হয়নি সে৷
advertisement
advertisement
শুধু তাই নয়, তদন্তকারীদের প্রায় কোনও প্রশ্নেরই জবাব দিচ্ছে না সুশান্ত৷ যার ফলে তদন্ত প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে৷ সুশান্ত যাতে আত্মহত্যার চেষ্টার মতো কোনও অঘটন ঘটাতে না পারে, সে বিষয়েও সতর্ক হয়েছে পুলিশ৷ প্রায় সর্বক্ষণই সুশান্তর উপরে নজরদারি চালানোর জন্য একজন অভিজ্ঞ পুলিশকর্মীকে লকআপের বাইরে বসিয়ে রাখা হয়েছে৷ সুশান্তর কাউন্সিলিংয়ের কথাও ভাবছেন তদন্তকারী অফিসাররা৷
advertisement
গত সোমবার সন্ধ্যায় বহরমপুরের গোড়াবাজার এলাকায় নিজের প্রেমিকাকেই রাস্তার উপরে কুপিয়ে খুন করে সুশান্ত৷ এর পর পালানোর সময় সামশেরগঞ্জ থেকে তাকে ধরে ফেলে পুলিশ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমিকা সম্পর্ক ভেঙে বেরিয়ে যেতে চাইতেই তাঁর উপরে হামলা চালায় সুশান্ত৷
advertisement
এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে সুশান্ত এবং নিহত তরুণীর মধ্যে কিশোর বয়স থেকেই সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে৷ দু' জনেই মালদহের ইংরেজবাজারের বাসিন্দা৷ দীর্ঘদিন সম্পর্ক থাকলেও কোনও কারণে সুশান্তর সঙ্গে নিজেদের মেয়ের সম্পর্ক মেনে নেয়নি নিহত তরুণীর পরিবার৷
এর পর থেকেই সুশান্ত ক্রমাগত ওই ছাত্রীকে উত্যক্ত করত বলে অভিযোগ৷ দু' পক্ষকে নিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেছিলেন মালদহের ইংরেজবাজার এলাকার স্থানীয় কাউন্সিলরও৷ কিন্তু প্রেমিকার উপরে জমে থাকা রাগের বহিঃপ্রকাশ করতে গিয়ে যে কম্পিউটার সায়েন্সের ছাত্র সুশান্ত তার প্রাণই নিয়ে নেবে, তা ভাবতে পারেননি কেউই৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Berhampore Murder Update: মুখ কুলুপ, খাওয়া বন্ধ! লক আপে সুশান্তর আচরণে চিন্তায় পুলিশ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement