Berhampore murder update: প্রেমিকা কি মারা গিয়েছে? ধরা পড়েই পুলিশকে প্রশ্ন বহরমপুর কাণ্ডে ধৃত সুশান্তর

Last Updated:

পুলিশ সূত্রে খবর, রবিবার বহরমপুরে আসে সুশান্ত৷ বহরমপুর বাস স্ট্যান্ডের কাছে একটি গেস্ট হাউসে সে রাতে থাকে।

বহরমপুরের রাস্তায় নৃশংস ভাবে প্রেমিকাকে খুন করেছিল সে৷ যে দৃশ্য দেখে শিউরে উঠলেও এগিয়ে যাওয়ার সাহস পাননি কেউ৷ কারণ খেলনা বন্দুক উঁচিয়ে গুলি করার ভয় দেখিয়েছিল অভিযুক্ত সুশান্ত চৌধুরী৷
বহরমপুরের রাস্তায় নৃশংস ভাবে প্রেমিকাকে খুন করেছিল সে৷ যে দৃশ্য দেখে শিউরে উঠলেও এগিয়ে যাওয়ার সাহস পাননি কেউ৷ কারণ খেলনা বন্দুক উঁচিয়ে গুলি করার ভয় দেখিয়েছিল অভিযুক্ত সুশান্ত চৌধুরী৷
#বহরমপুর: ছুরি দিয়ে প্রেমিকাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে গিয়েছিল বহরমপুর হত্যাকাণ্ডে অভিযুক্ত সুশান্ত চৌধুরী৷ পুলিশের হাতে ধরা পড়ার পর তার প্রথম প্রশ্ন ছিল, প্রেমিকা কি মারা গিয়েছে?
সোমবার রাতে বহরমপুরের গোরাবাজার এলাকায় নিজের প্রেমিকাকেই কুপিয়ে খুন করে সুশান্ত চৌধুরী৷ নিহত তরুণী এবং ধৃত সুশান্ত দু' জনেই মালদহের বাসিন্দা৷ প্রেমিকাকে খুন করে নকল আগ্নেয়াস্ত্র উঁচিয়ে পালিয়ে যায় সুশান্ত৷ এর কয়েকঘণ্টার মধ্যেই সামশেরগঞ্জ থেকে সুশান্তকে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, রবিবার বহরমপুরে আসে সুশান্ত৷ বহরমপুর বাস স্ট্যান্ডের কাছে একটি গেস্ট হাউসে সে রাতে থাকে। নিহত তরুণী যে মেসে থাকতেন, তার সামনেও একাধিকবার যায় সে৷ তরুণী কখন বেরোতে পারেন তার আগাম আন্দাজ করে সোমবার বিকেলের পর থেকেই প্রায় ঘণ্টা তিনেক সেখানে অপেক্ষা করে সুশান্ত৷ শেষ পর্যন্ত সন্ধের পর প্রেমিকা মেসের বাইরে বেরোতেই তাঁর উপরে হামলা চালায় সুশান্ত৷
advertisement
প্রেমিকাকে ছুরি দিয়ে কোপানোর পর বহরমপুর থেকে রঘুনাথগঞ্জ পর্যন্ত একটি গাড়িতে যায় সে৷ রঘুনাথগঞ্জের অমরপুর থেকে অন্য একটি গাড়িতে ওঠে সে৷ ওই ম্যাটাডোর গাড়িতেই ইদ উপলক্ষে অনেকে বাড়িতে ফিরছিলেন৷ বাকি সবাই গাড়িতে দাঁড়িয়ে থাকলেও বসেছিল সুশান্ত৷
advertisement
সামশেরগঞ্জে নাকা চেকিংয়ের সময় গাড়িটিকে আটকায় পুলিশ৷ বাকি আরোহীরা দাঁড়িয়ে থাকলেও সুশান্ত বসে থাকায় প্রথমেই তার দিকে নজর যায় পুলিশকর্মীদের৷ গাড়ি থেকে নামানোর পরে সুশান্তর জুতোয় রক্তের দাগ দেখে পুলিশকর্মীদের সন্দেহ আরও দৃঢ় হয়৷ জিজ্ঞাসাবাদ করতেই প্রেমিকাকে কোপানোর কথা স্বীকার করে সে৷ তখনই সুশান্ত পুলিশকর্মীদের কাছে পাল্টা জানতে চায়, হামলায় প্রেমিকা মারা গিয়েছে কি না৷
advertisement
পুলিশ সূত্রে খবর, সুশান্তর সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি ওই কলেজ পড়ুয়া ছাত্রীর পরিবার৷ তাই সম্পর্ক থেকে সরে যেতে চেয়েছিলেন ওই তরুণী৷ সেই আক্রোশ থেকেই সম্ভবত প্রেমিকার উপরে হামলা চালায় সুশান্ত৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Berhampore murder update: প্রেমিকা কি মারা গিয়েছে? ধরা পড়েই পুলিশকে প্রশ্ন বহরমপুর কাণ্ডে ধৃত সুশান্তর
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement