Berhampore Murder Update: বহরমপুরে রাস্তার উপরে তরুণীকে খুন করল প্রেমিকই? ধৃত হামলাকারী, বড় সাফল্য পুলিশের

Last Updated:

তৃতীয় বর্ষের পড়ুয়া বছর কুড়ির ওই তরুণী আদতে মালদহের বাসিন্দা৷ মুর্শিদাবাদের একটি মেসে থেকে পড়াশোনা করতেন তিনি৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#বহরমপুর: ভর সন্ধ্যায় বহরমপুর শহরের মধ্যেই খুন হয়েছিলেন কলেজ পড়ুয়া এক তরুণী৷ এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই খুনিকে গ্রেফতার করল পুলিশ৷ মুর্শিদাবাদেরই সামশেরগঞ্জ থেকে আততায়ীকে গ্রেফতার করা হয়৷ ধৃত ওই যুবকের নাম সুশান্ত চৌধুরী৷ প্রণয় ঘটিত কারণেই এই হামলা বলে প্রাথমিক তদন্তে একরকম নিশ্চিত পুলিশ৷
এ দিন সন্ধ্যায় বহরমপুর সুইমিং পুলের কাছে বছর কুড়ির ওই তরুণীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ খুনের তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছিল, হামলাকারী যুবকই কাছের মেস থেকে ওই তরুণীকে ডেকে এনেছিল৷ এর থেকেই পুলিশ একরকম নিশ্চিত হয়, আততায়ী তরুণীর পূর্ব পরিচিত৷
advertisement
advertisement
তৃতীয় বর্ষের পড়ুয়া বছর কুড়ির ওই তরুণী আদতে মালদহের বাসিন্দা৷ মুর্শিদাবাদের একটি মেসে থেকে পড়াশোনা করতেন তিনি৷ ঘটনার খবর পেয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন তাঁর বাবা- মা সহ পরিববারের সদস্যরা৷ পুলিশ জানিয়েছে, ধৃত সুশান্ত চৌধুরীর বাড়িও মালদহের পাকুড়ে৷ সোমবার রাতেই সামশেরগঞ্জ থানার পুলিশ নাকা চেকিং করার সময়ে সামশেরগঞ্জ থানার অন্তর্গত নতুন ডাকবাংলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
advertisement
বহরমপুরে সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরী রাজ কুমার জানান, নিহত তরুণী বহরমপুর গালর্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি মালদহ জেলার ইংরেজ বাজারের বাসিন্দা। ঘটনার পরেই আততায়ীকে ধরতে বহরমপুর পুলিশ জেলা ও জঙ্গিপুর পুলিশ জেলা জুড়ে যৌথভাবে অভিযান চালানো হয়। জঙ্গিপুর ও মালদহ জেলার পুলিশ নাকা চেকিং করে। মালদহ জেলার পাকুর থানার বাসিন্দা সুশান্ত চৌধুরীকে সোমবার রাত দশটা নাগাদ সামশেরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে একটি নকল আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, এই নকল আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়েই ঘটনাস্থল থেকে পালিয়েছিল অভিযুক্ত যুবক৷
advertisement
পুলিশ সুপার কে সবরী রাজ কুমার জানিয়েছেন, অভিযুক্ত যুবক ও নিহত তরুণীর মধ্যে প্রণয় ঘটিত সম্পর্ক থাকলেও সম্ভবত তাতে চিড় ধরেছিল৷ সেই আক্রোশ থেকেই তরুণীকে খুন করেছে অভিযুক্ত সুশান্ত চৌধুরী৷ আজ তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ৷ জিজ্ঞাসাবাদের পরই সম্ভবত খুনের প্রকৃত কারণ জানা সম্ভব হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Berhampore Murder Update: বহরমপুরে রাস্তার উপরে তরুণীকে খুন করল প্রেমিকই? ধৃত হামলাকারী, বড় সাফল্য পুলিশের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement