রেল স্টেশনের স্বামী সন্তানের সামনে প্রেগন্যান্ট মহিলাকে টেনে নিয়ে চলল পাশবিক অত্যাচার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
গ্যাংরেপ হল প্রেগন্যান্ট মহিলার...
#নয়াদিল্লি: দুনিয়ার এত নক্কারজনক কাজ হয় যা পাশবিক ব্যক্তিরা কল্পনা করতে পারেন না৷ এই যা ঘটনা ঘটলল তাতে সকলে অবাক হয়ে যাবে৷ মাথা ঘুরে যাবে ঘটনার গম্ভীরতা শুনে৷ রক্ত গরম হয়ে যাবে, হাত পা নিশপিশ করবে এই নক্কারজনক ঘটনা শুনে ,মনে হবে দেশে কি তাহলে আইনের শাসন নেই৷ পিশাচদের ঘটনা এমন যে প্রেগন্যান্ট মহিলাকেও রেয়াত করল না৷ সমাজের নীচ মানসিকতা একেবারে গা শিউরে উঠছে৷
advertisement
অন্ধ্রপ্রদেশে এই রকম নক্কারজনক ঘটনা ঘটেছে ৷ তিনজন নৃশংস এমন কাজ করে যা শিউরে উঠতে হচ্ছে৷ প্রেগন্যান্ট মহিলাকে তুলে নেয় তিন অভিযুক্ত৷ প্রেগন্যান্ট মহিলা পরিবারের সঙ্গে ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন৷ পরিবারের থেকে সামান্য দূরে টেনে নিয়ে গিয়ে মহিলাকে রেপ করে৷ পরিবার নিজেদের চোখের সামনে মহিলার গ্যাংরেপ হতে দেখে৷
advertisement
advertisement
advertisement
advertisement