Crime News: গ্রেফতার সলমন খান, রাত হলেই যা করতেন...! পুলিশ হাতেনাতে ধরতেই সব ফাঁস
- Reported by:Sujit Bhowmik
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Crime News: দিনে ড্রাইভার, রাতে ব্যাঙ্ক ডাকাতি। ফাঁদ পেতে ভিন রাজ্যের বাসিন্দা এটিএম জালিয়াতি কান্ডের সেই মুল পান্ডা সলমন খানকে গ্রেফতার করল পুলিশ!
পূর্ব মেদিনীপুর: আঁঠা লাগিয়ে এটিএম থেকে অভিনব কায়দায় টাকা লুটের ঘটনা। এটিএম জালিয়াতি চক্রের মুল পান্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত পান্ডা ভিন রাজ্যের বাসিন্দা!
পূর্ব মেদিনীপুরের নন্দকুমার শ্রীধরপুর হাইরোড এলাকার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে অভিনব কায়দায় টাকা লুট। অভিযোগ পেয়ে এটিএম চত্বরে সাদা পোশাকের পুলিশ ওঁত পেতে হাতেনাতে পাকড়াও করল উত্তরপ্রদেশের বাসিন্দা এক দুষ্কৃতিকে।
advertisement
advertisement
গ্রেফতার করল নন্দকুমার থানার পুলিশ। রবিবার রাতে নন্দকুমার থানার পুলিশ হাইরোডে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি এটিএম কাউন্টার থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে নন্দকুমার থানার পুলিশ। এটিএম কাউটারের সামনে ফাঁদ পেতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
ধৃতের বাড়ি উত্তরপ্রদেশের প্রতাপগড় এলাকায়। জানা গেছে, কয়েক দিন আগেই তমলুক শহরের পদুমবসানে এক সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ। সেও উত্তরপ্রদেশের বাসিন্দা। তমলুকে বাড়ি ভাড়া নিয়ে থাকত সে। এটিএম জালিয়াতি কান্ডে ধৃত সলমন খানের আসল বাড়ি উত্তরপ্রদেশে। সে বেশ কয়েক বছর আগে গাড়ি চালানোর সুত্রে হলদিয়ায় এসে এক মহিলাকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই থাকে।
advertisement
দিনে গাড়ির চালক, রাতে এটিএম ডাকাতি। এভাবেই সে জালিয়াতি চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, কিছুদিন ধরে নন্দকুমার থানা এলাকায় বিভিন্ন এটিএম কাউন্টার টাকা তোলার সময় বিভ্রাটের ঘটনা ঘটছিল। গ্রাহকেরা টাকা তোলার জন্য এটিএম কাউন্টারে গিয়ে কার্ড পাঞ্চ করে পিন নম্বর দেওয়ার পরে টাকা বের হওয়ার শব্দ হলেও টাকা বাইরে আসত না। অথচ, পরবর্তী সময়ে সেই টাকা তোলা হয়েছে বলে মেসেজ চলে আসত এবং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যেত। একই রকম একাধিক অভিযোগ আসার পর পুলিশের তরফে বিভিন্ন এটিএম কাউন্টারে নজরদারি চালানো হচ্ছিল।
advertisement
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারে এক ব্যক্তি বার বার ভিতরে ঢুকছিল ও বের হচ্ছিল দেখেই পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় এবং পরে গ্রেফতার করে। তার কাছ থেকে একাধিক এটিএম কার্ড ও সেলোটেপ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, ধৃত সলমন খান আগে মহারাষ্ট্রে ট্যাক্সি চালাতেন। সেখানেই একজনের কাছ থেকে এটিএম থেকে টাকা তোলার কায়দা শিখেছিল। এটিএম যন্ত্রে টাকা বের হওয়ার জায়গায় সে সেলোটেপ লাগিয়ে দিত। এরপর বাইরে অপেক্ষা করত। গ্রাহক এটিএম ‘কার্ড’ পাঞ্চ করার পরে পিন নম্বর দিলে টাকা বের হত না। এটিএম খারাপ ভেবে গ্রাহক চলে গেলে সলমান কাউন্টারে ঢুকে সেলোটেপ খুলে সেই টাকা তুলে নিত। আজ নন্দকুমার থানায় সাংবাদিক বৈঠক করে সবকিছু জানান পুর্ব মেদিনীপুর জেলা পুলিশ। ধৃত সলমন খানের সঙ্গে এধরনের জালিয়াতি চক্রে আরও বেশ কয়েকজন দুষ্কৃতি জড়িত আছে বলে পুলিশের দাবি। তাদের সন্ধান পেতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 13, 2025 6:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: গ্রেফতার সলমন খান, রাত হলেই যা করতেন...! পুলিশ হাতেনাতে ধরতেই সব ফাঁস








