Durgapur Incident Update: জোর করেছিল বন্ধুও? দুর্গাপুর কাণ্ডে কেন গ্রেফতার নির্যাতিতার সহপাঠী, তদন্তে বিরাট মোড়

Last Updated:

সূত্রের খবর, ম্যাজিস্ট্রেটের সামনে নির্যাতিতা বন্ধুর নামে যে অভিযোগ করেছেন, তার পরই নির্যাতিতার সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ৷

দুর্গাপুর কাণ্ডে গ্রেফতার নির্যাতিতার সহপাঠী৷
দুর্গাপুর কাণ্ডে গ্রেফতার নির্যাতিতার সহপাঠী৷
প্রথম থেকেই তাঁর ভূমিকায় সন্দেহ ছিল পুলিশের৷ শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে গ্রেফতার করা হল দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার বন্ধু এবং সহপাঠী যুবককে৷ অভিযোগ, গত শুক্রবার রাতে ওই বন্ধুর সঙ্গেই হাসপাতাল থেকে বেরিয়েছিলেন দ্বিতীয় বর্ষের ওই ডাক্তারি পড়ুয়া৷
কিন্তু কোন অভিযোগে ডাক্তারি পড়ুয়ার বন্ধুকে গ্রেফতার করল পুলিশ? সূত্রের খবর, ম্যাজিস্ট্রেটের সামনে নির্যাতিতা বন্ধুর নামে যে অভিযোগ করেছেন, তার পরই নির্যাতিতার সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ৷
ওই সূত্রের দাবি, নির্যাতিতার ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করেছেন ঘটনার দিন রাতে তাঁর সহপাঠী ওই যুবকও তাঁর উপরে জোর করার চেষ্টা করেছিল৷ জানা গিয়েছে, নির্যাতিতার ওই সহপাঠীর বাড়ি মালদহ জেলায়৷
advertisement
advertisement
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে চিকিৎসকদের কাছেও সেদিন রাতের বর্ণনা দিয়েছেন নির্য়াতিতা৷ তিনি জানিয়েছেন গত শুক্রবার রাতের খাওয়া সেরে নিজের পুরুষ বন্ধুর সঙ্গে ফেরার সময়ই তাঁদের পিছু নেয় ওই দুষ্কৃতীরা৷
নির্যাতিতা তাঁর চিকিৎসকদের জানিয়েছেন, ‘আমরা খেয়াল করি ওরা আমাদের দিকে এগিয়ে আসছে৷ বিপদ আঁচ করে আমরা জঙ্গলের দিকে দৌড়তে থাকি৷ তখন তিন জন কাছে এসে আমাকে ধরে ফেলে৷ এর পর ওরা আমাকে টানতে টানতে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে৷’
advertisement
নির্যাতিতা আরও জানিয়েছেন, অভিযুক্তরা তাঁর ফোন কেড়ে নিয়ে জোর করে তাঁকে নিজের ওই পুরুষ বন্ধুকে ফোন করতে বলে৷ নির্যাতিতা জানান, ‘যখন আমার বন্ধু আসতে রাজি হয়নি তখন ওরা আমাকে ঠেলে মাটিতে ফেলে দেয়৷ আমি চিৎকার করলে ওরা ভয় দেখিয়ে বলে, ফের আওয়াজ করলে ওরা আরও লোক ডেকে এনে আমার উপরে নির্যাতন করবে৷’
advertisement
এখনও পর্যন্ত দুর্গাপুরের এই গণধর্ষণের ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্তদের মধ্যে ওই বেসরকারি হাসপাতালের একজন প্রাক্তন নিরাপত্তারক্ষী, একজন কর্মী, স্থানীয় পুরসভার একজন অস্থায়ী কর্মীও রয়েছেন৷ ইতিমধ্যেই এক ধৃত এবং নির্যাতিতার সেই সহপাঠীকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ৷ অভিযুক্তের পোশাকও বাজেয়াপ্ত করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur Incident Update: জোর করেছিল বন্ধুও? দুর্গাপুর কাণ্ডে কেন গ্রেফতার নির্যাতিতার সহপাঠী, তদন্তে বিরাট মোড়
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement