Money Making Tips: চাহিদা নজরকাড়া, সুযোগ হাতছাড়া করতে নারাজ যুবকরা! গঙ্গার মাটিকে কাজে লাগিয়ে করছেন 'এই' কাজ, পকেটে ঢুকছে মোটা টাকাও

Last Updated:
মোটা টাকা রোজগার হবে, এমন কাজ করার ইচ্ছে কার না থাকে। তবে ইচ্ছে থাকলেই হয় না, তার সঙ্গে দরকার সুযোগকে কাজে লাগানোও। আর সেটাই করে দেখাচ্ছেন নদিয়ার কিছু যুবক।
1/8
মোটা টাকা রোজগার হবে, এমন কাজ করার ইচ্ছে কার না থাকে। তবে ইচ্ছে থাকলেই হয় না, তার সঙ্গে দরকার সুযোগকে কাজে লাগানোও। আর সেটাই করে দেখাচ্ছেন নদিয়ার কিছু যুবক। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
মোটা টাকা রোজগার হবে, এমন কাজ করার ইচ্ছে কার না থাকে। তবে ইচ্ছে থাকলেই হয় না, তার সঙ্গে দরকার সুযোগকে কাজে লাগানোও। আর সেটাই করে দেখাচ্ছেন নদিয়ার কিছু যুবক। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/8
হাতের কাছেই রয়েছে গঙ্গা আর সেই গঙ্গার পলিমাটিকে কাজে লাগিয়েই তারা খুঁজে পেয়েছেন টাকা বানানোর নতুন দিশা। মরশুমি কাজ করেই এখন তারা করছেন বাড়তি রোজগার। জানুন কীভাবে?
হাতের কাছেই রয়েছে গঙ্গা আর সেই গঙ্গার পলিমাটিকে কাজে লাগিয়েই তারা খুঁজে পেয়েছেন টাকা বানানোর নতুন দিশা। মরশুমি কাজ করেই এখন তারা করছেন বাড়তি রোজগার। জানুন কীভাবে?
advertisement
3/8
আধুনিক যুগেও মাটির প্রদীপের চাহিদা তুঙ্গে। কালীপুজো আসতেই নদিয়ার প্রতিটি কুমোর পাড়ার শিল্পিরা ব্যস্ত হয় মাটির প্রদীপ তৈরির কাজে।
আধুনিক যুগেও মাটির প্রদীপের চাহিদা তুঙ্গে। কালীপুজো আসতেই নদিয়ার প্রতিটি কুমোর পাড়ার শিল্পিরা ব্যস্ত হয় মাটির প্রদীপ তৈরির কাজে।
advertisement
4/8
এলইডি, টুনি লাইট , বিভিন্ন রংবেরঙের লাইট এই আধুনিক যুগে থাকা সত্ত্বেও মাটির প্রদীপের চাহিদা এক বিন্দু কমেনি বলে দাবি করছেন কৃষ্ণনগরের শিল্পী অনিমেষ পাল।
এলইডি, টুনি লাইট , বিভিন্ন রংবেরঙের লাইট এই আধুনিক যুগে থাকা সত্ত্বেও মাটির প্রদীপের চাহিদা এক বিন্দু কমেনি বলে দাবি করছেন কৃষ্ণনগরের শিল্পী অনিমেষ পাল।
advertisement
5/8
তিনি বলেন, যতই বিভিন্ন লাইট তৈরি হোক না কেন প্রতিটি গৃহস্থের বাড়িতে মাটির প্রদীপ লাগবেই প্রতিটি পুজোতেই। যদিও তিনি বলেন, এখন মাটির কাজ তৈরি করতে গেলে খরচ অনেক বেড়ে গিয়েছে।
তিনি বলেন, যতই বিভিন্ন লাইট তৈরি হোক না কেন প্রতিটি গৃহস্থের বাড়িতে মাটির প্রদীপ লাগবেই প্রতিটি পুজোতেই। যদিও তিনি বলেন, এখন মাটির কাজ তৈরি করতে গেলে খরচ অনেক বেড়ে গিয়েছে।
advertisement
6/8
আগে এক গাড়ি মাটি কেনার জন্য প্রয়োজন হত ৫০০ থেকে ৬০০ টাকা । বর্তমানে সেই মাটি এক গাড়ি কিনতে খরচ পড়ছে ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা।
আগে এক গাড়ি মাটি কেনার জন্য প্রয়োজন হত ৫০০ থেকে ৬০০ টাকা । বর্তমানে সেই মাটি এক গাড়ি কিনতে খরচ পড়ছে ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা।
advertisement
7/8
তবে বহু জায়গায় বেকার যুবকেরা গঙ্গার পলিমাটি তুলে সেই মাটি দিয়েই প্রদীপ বানিয়ে বিক্রি করছেন। গঙ্গার মাটি যেহেতু সহজলভ্য তাই কম পুঁজি ব্যয় করে লাভের অঙ্ক থাকছে যথেষ্টই।
তবে বহু জায়গায় বেকার যুবকেরা গঙ্গার পলিমাটি তুলে সেই মাটি দিয়েই প্রদীপ বানিয়ে বিক্রি করছেন। গঙ্গার মাটি যেহেতু সহজলভ্য তাই কম পুঁজি ব্যয় করে লাভের অঙ্ক থাকছে যথেষ্টই।
advertisement
8/8
সেই কারণেই বেশ কিছু যুবক-যুবতীরা বর্তমানে গঙ্গার পলিমাটি দিয়ে মাটির প্রদীপ বানিয়ে সেগুলিকে রোদে শুকানোর পর আগুনে পুড়িয়ে রং করার পরে বাজারে বিক্রি করছেন এবং লাভের অঙ্ক থাকতে যথেষ্টই!
সেই কারণেই বেশ কিছু যুবক-যুবতীরা বর্তমানে গঙ্গার পলিমাটি দিয়ে মাটির প্রদীপ বানিয়ে সেগুলিকে রোদে শুকানোর পর আগুনে পুড়িয়ে রং করার পরে বাজারে বিক্রি করছেন এবং লাভের অঙ্ক থাকতে যথেষ্টই!
advertisement
advertisement
advertisement