নদীর তাণ্ডবে বিচ্ছিন্ন তিন গ্রাম, ফের দাঁড়াচ্ছে গাঠিয়ার টানাটানি সেতু! যুদ্ধকালীন তৎপরতায় কাজ প্রশাসনের

Last Updated:

Bridge Reconstruction : অস্থায়ী ভাবে লোহার পাত দিয়ে সেতুর সঙ্গে সংযোগ করা হয়েছে। এর মাধ্যমে ধীরে ধীরে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়েছে।

উত্তরবঙ্গে বিপর্যয়। (ফাইল ছবি)
উত্তরবঙ্গে বিপর্যয়। (ফাইল ছবি)
নাগরাকাটা, জলপাইগুড়ি, রকি চৌধূরী : এক রাতের বৃষ্টি। আর তাতেই বানভাসি গাঠিয়া নদীর পাড়ের টন্ডু বামন ডাঙ্গা, খেরকাটা গ্রাম। ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে গত ৪ অক্টোবর ফুলেফেঁপে উঠে প্লাবিত করে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা। গাঠিয়া নদীর উপরে থাকা টানাটানি সেতু ক্ষতিগ্রস্ত হয়।যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বামনডাঙ্গা, খেরকাটা,টন্ডু এলাকা।
জলের স্রোতে ভেঙে যায় গাঠিয়া নদীর ওপর থাকা টানাটানি সেতু। নদীর জল ঢুকে প্লাবিত হয় এই এলাকাগুলি। এতেই টন্ডু একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনি বামনডাঙ্গায় মৃত্যু হয় বহু মানুষের। ৩ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। অনেকেই ঘরছাড়া হয়ে সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে টানাটানি সেতুতে পায়ে হেঁটে পারাপারের ব্যবস্থা করা হয়েছে।
advertisement
আরও পড়ুন : গ্রীষ্মের দুপুরে টোটোয় জলের বালতি নিয়ে বেরিয়ে পড়েন, বদলে দিয়েছেন রাস্তার চেহারা। শিক্ষকের কাজ অবাক করবে
অস্থায়ী ভাবে লোহার পাত দিয়ে সেতুর সঙ্গে সংযোগ করা হয়েছে। এর মাধ্যমে ধীরে ধীরে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়েছে। তেমনি গাঠিয়া নদীর তীর রক্ষা করতে পাথরের বাঁধের কাজ শুরু করেছে প্রশাসন। এতেই খুশি স্থানীয়রা। দ্রুত স্বাভাবিক হোক এই এলাকা, দাবি স্থানীয়দের। অন্যদিকে এলাকাকে আগের অবস্থায় ফেরাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, মত জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতির।
advertisement
advertisement
আরও পড়ুন : দুর্গাপুজোর আগে শুরু প্রস্তুতি, এবার খোদালধাম মন্দিরের থিম বার্নপুরে! প্রবেশ পথে থাকছে আসল চমক
প্রসঙ্গত, পুজো মিটতেই বড়সড় বিপর্যয়ের মুোখোমুখি হয়েছিল উত্তরবঙ্গের বহু এলাকা। বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ঘরবাড়ি থেকে রাস্তাঘাট, সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও তারপর থেকে যুদ্ধাকালীন তৎপরতায় পাহাড়কে স্বাভাবিক ছন্দে ফেরানোর কাজ চলছে। যা দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নদীর তাণ্ডবে বিচ্ছিন্ন তিন গ্রাম, ফের দাঁড়াচ্ছে গাঠিয়ার টানাটানি সেতু! যুদ্ধকালীন তৎপরতায় কাজ প্রশাসনের
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement