Sundarbans Travel: শীতের মরসুমে সুন্দরবন বেড়াতে যাওয়ার আগে জেনে নিন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
সুন্দরবনে প্রবেশের আগে অবশ্যই বন দফতরের অনুমতিপত্র নিতে হয়। এই পারমিট স্থানীয় ট্যুর অপারেটর বা সংশ্লিষ্ট ফরেস্ট অফিস থেকে সংগ্রহ করা যায়। সঙ্গে রাখতে হয় পরিচয়পত্রের ফটোকপি—ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্টের কপি রাখলে ঝামেলা হয় না।
advertisement
advertisement
বনে ভ্রমণের সময় অনুমোদিত নৌকা ও প্রশিক্ষিত গাইড নেওয়া বাধ্যতামূলক। কারণ, সুন্দরবনের বড় অংশটাই জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল এবং কিছু জায়গা বেশ বিপজ্জনক। নৌকায় চলাচলের সময় লাইফ জ্যাকেট পরে থাকা জরুরি। ট্যুর বুক করার আগে নৌকার নিরাপত্তা ব্যবস্থা ও থাকার ফ্যাসিলিটি ভালোভাবে দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
advertisement
সুন্দরবন মানেই বন্যপ্রাণের রাজ্য। এটি রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, বন্য শূকর ও নানা প্রজাতির পাখি ও সরীসৃপের আবাসস্থল। তাই কোনো অবস্থাতেই গাইডের অনুমতি ছাড়া জঙ্গলের ভিতরে প্রবেশ করা বা প্রাণীর কাছে যাওয়া ঠিক নয়। প্রাণী দেখলে উত্তেজিত না হয়ে নিরব থাকুন, যাতে তাদের স্বাভাবিক আচরণে ব্যাঘাত না ঘটে।
advertisement
advertisement