#দুর্গাপুর : মঞ্চে উঠেই ঠাকুরনগরের সভায় বিশৃঙ্খলার জন্য দু:খ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপরই দুর্গাপুরের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন মোদি ৷
মোদি বলেন, ‘মমতা গরিব-বিরোধী ৷ আয়ুষ্মান ভারত প্রকল্পে গরিবকে সুবিধা দেওয়া হয় ৷ অন্যান্য রাজ্যে এই প্রকল্পে সুবিধা মিলছে ৷ এরাজ্যেও এই প্রকল্পে চিকিৎসায় সুবিধা পাচ্ছিলেন বাংলার মানুষ ৷ প্রকল্পের জন্য মানুষ আমার প্রশংসা করেন ৷ সেকারণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মমতা ৷ তারপরই আয়ুষ্মান ভারত প্রকল্প বন্ধ করেন ৷ নিজের স্বার্থে গরিবকে বঞ্চিত করছেন মমতা ৷’
আরও পড়ুন: ঋণ মুকুবের নামে কৃষকদের সঙ্গে প্রতারণা করছে কংগ্রেস: নরেন্দ্র মোদি
একই সঙ্গে তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের তৃণমূল কেন্দ্রীয় প্রকল্পের লাভ গরিবের কাছে পৌঁছতে দিচ্ছে না ৷ এতটাই নির্দয় যে ভাবতে পারছি না ৷ পশ্চিমবঙ্গ গতবছর আয়ুষ্মান প্রকল্প শুরুর সারিতে ছিল ৷ কিন্তু, এবার তারা নামই সরিয়ে নিয়েছে ৷ এর থেকে বড় নির্দয় ব্যাপার আর কী হতে পারে ?’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ayushman Bharat, Durgapur, Mamata Banerjee, Narendra Modi