ঋণ মুকুবের নামে কৃষকদের সঙ্গে প্রতারণা করছে কংগ্রেস: নরেন্দ্র মোদি
Last Updated:
#ঠাকুরনগর: বিজেপির টার্গেট মতুয়া ভোট। তাই ঠাকুরনগর পৌঁছে মতুয়া-মন জয়ের চেষ্টার কসুর করলেন না মোদি। ঠাকুর হরিচাঁদ-গুরুচাঁদ মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন জনসভা ৷
ঠাকুরনগরের সভা থেকেই বাংলায় ভোটপ্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীকে দেখতে উপচে পড়ে ভিড় ৷
ঠাকুরনগরের মাটিতে বাংলায় বক্তৃতা শুরু করেন মোদি ৷ বলেন, ‘ঠাকুরনগরের মাটি পবিত্র মাটি ৷ এখানে এসে আমি গর্বিত ৷ কৃষকদের জন্য বড় ঘোষণা হয়েছে বাজেটে ৷ বর্তমান কেন্দ্র সরকার কৃষক দরদী ৷ কৃষকদের নিয়ে রাজনীতি আমরা করি না ৷ কৃষিঋণ মকুবের নামে রাজনীতি চলছে দেশে ৷ বিরোধীরা ভোটের রাজনীতি করছে ৷’
advertisement
advertisement
কৃষিঋণ মুকুব প্রসঙ্গে কংগ্রেসকেও একহাত নিলেন মোদি ৷ তিনি বলেন, ‘দেশে অনেকবার কৃষকদের ঋণ মকুব হয়েছে ৷ কৃষকদের বোকা বানিয়েছে কিছু স্বার্থপর দল ৷ নির্বাচন দেখলেই ঋণ মকুব হয়েছে ৷ এইসব স্বার্থপর দল কৃষকদের জন্য কিছু করবে না ৷ কৃষিঋণ মকুবের নামে রাজনীতি হচ্ছে ৷ বড় কৃষকরা সুবিধা পাবে, ছোট কৃষকরা স্বাধীনতার পর থেকে অপেক্ষা করছে ৷ এখানে কিছু রাজ্যে কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ যাদের ঋণ মকুব করা হয়েছে তারা ঋণই নেয়নি ৷ আড়াই লক্ষ টাকা ঋণ মকুব করব বলে ১৩ টাকা ঋণ মকুব করা হয়েছে ৷ মধ্যপ্রদেশ সরকার বলছে, আমরা বুঝতে পারিনি এত টাকা মাফ করতে হবে ৷ এটাই হল কংগ্রেস, যাদের আপনাদের মুখ্যমন্ত্রী সমর্থন করছে ৷’
Location :
First Published :
February 02, 2019 1:48 PM IST