Bardhaman news: উপচে পড়া ভিড়,সারা বছরের মঙ্গল কামনায় বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে পুজো ভক্তদের

Last Updated:

Bardhaman news: সারা বছরের মঙ্গল কামনায় ইংরেজি নববর্ষের প্রথম দিনে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন অগণিত ভক্ত। সকাল সকাল স্নান সেড়ে পরিচ্ছন্ন পোশাক পরে পুজোর ডালি হাতে নিয়ে মন্দিরে আসেন তাঁরা।

News18
News18
কলকাতা: সারা বছরের মঙ্গল কামনায় ইংরেজি নববর্ষের প্রথম দিনে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন অগণিত ভক্ত। সকাল সকাল স্নান সেড়ে পরিচ্ছন্দ পোশাক পরে পুজোর ডালি হাতে নিয়ে মন্দিরে আসেন তাঁরা। দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করে পুজো দিলেন অনেকেই। অনেকে মায়ের অন্নভোগ গ্রহণ করেন। মন্দির চত্বরেই অন্নভোগ গ্রহণের ব্যবস্হা ছিল।
আরও পড়ুন: ছেলেকে বিমানবন্দরে পৌঁছতে যাচ্ছিলেন বাবা-মা, ট্যাঙ্কারে ধাক্কা গাড়ির! মুহূর্তে শেষ পরিবার
মা সর্বমঙ্গলাকে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী বলা হয়, তিনি রাঢ়বঙ্গের দেবী। তাই তাঁর আর এক নাম রাঢ়েশ্বরী। বর্ধমানের বাসিন্দারা যেকোনও শুভ কাজ শুরুর মুহূর্তে মা সর্বমঙ্গলার মন্দিরে পুজো দেন। ভক্তদের বিশ্বাস, মা সকলের মনস্কামনা পূরণ করেন। তাই ইংরেজি বছরের প্রথম দিন বাসিন্দারা সারা বছরের মঙ্গল কামনায় পুজো দিলেন।
advertisement
বেলা যত বেড়েছে ততই মন্দিরে ভক্তদের ভিড় বেড়েছে। লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। শুধু বর্ধমানের বাসিন্দারাই নয়,পূর্ব ও পশ্চিম বর্ধমানের বিভিন্ন প্রান্ত, পাশের। হুগলি, বাঁকুড়া, মুর্শিদাবাদ,নদিয়া জেলা থেকে শুরু করে রাজ্যের নানা প্রান্ত থেকে ভক্তরা এসেছিলেন ইতিহাস প্রাচীন এই নবরত্ন মন্দিরে। ভিড় সামাল দিতে একাধিক লাইনের ব্যবস্থা করা হয়। পুজো পর্ব নির্বিঘ্নে সামাল দিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল বর্ধমান থানা ও বর্ধমান মহিলা থানার পুলিশ।
advertisement
advertisement
বর্ধমানের মহারাজা এই মন্দির তৈরি করে মা সর্বমঙ্গলাকে সেখানে প্রতিষ্ঠা করেন। এখানে দেবী অষ্টাদশ ভূজা, সিংহবাহিনী। দেবীর পাথরের মূর্তি পাওয়া গিয়েছিল বাহির সর্বমঙ্গলা পাড়া এলাকায়। বর্ধমানের মহারাজ স্বপ্নাদেশ পেয়ে দেবী মূর্তি নিয়ে এসে প্রতিষ্ঠা করেন। তখন থেকেই নিত্যপুজো চলছে। মাকে প্রতিদিন বিভিন্ন ভাজা, সবজি সহ অন্নভোগ নিবেদন করা হয়। তবে মাছের টক মায়ের চাই ই চাই। দুর্গাপুজোর এখানে নবরাত্রি পুজো হোম যজ্ঞ হয়। মহালয়ার পর প্রতিপদে শোভাযাত্রা করে কৃষ্ণসায়র থেকে ঘট তোলার মধ্য দিয়ে পুজোর সূচনা হয়। নবমীতে হয় নবকুমারী পুজো। এছাড়াও পয়লা বৈশাখ, নবান্ন সহ বিশেষ দিনগুলিতে মন্দিরে অগণিত ভক্তের সমাগম হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman news: উপচে পড়া ভিড়,সারা বছরের মঙ্গল কামনায় বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে পুজো ভক্তদের
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement