আম জনতার উপর কোনও চাপ নেই, বাড়ছে না রান্নার গ্যাসের দাম! সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে জানাল কেন্দ্র
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির বিষয়ে বলতে গিয়ে সরকার বলেছে যে এই ধরনের দাম বাজার-নির্ধারিত এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সম্পর্কিত।
নতুন বছরের শুরুতেই যে খবর নজর কেড়েছিল তা হল গ্যাসের দাম বৃদ্ধি, তাও আবার এক ধাক্কায় ১১১ টাকা! যদিও এই দামবৃদ্ধি হয়ে বাণিজ্যিক LPG সিলিন্ডারের৷ ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বাড়ার খবরে কিছুটা চিন্তায় ছিল সাধারণ জনতা৷ তবে তাদের স্বস্তি দিয়ে কেন্দ্র জানিয়ে দেয় যে কোনও ভাবেই রান্নার গ্যাসের দাম বাড়ানো হবে না৷
advertisement
advertisement
advertisement
এক সরকারি বিবৃতিতে কেন্দ্র জানিয়েছে যে ভারত তার এলপিজির চাহিদার প্রায় ৬০% আমদানি করে এবং দেশীয় এলপিজির দাম আন্তর্জাতিক মূল্যের সঙ্গে সম্পর্কিত। ২০২৩ সালের জুলাই মাসে প্রতি মেট্রিক টন ৩৮৫ ডলার থেকে ২০২৫ সালের নভেম্বরে গড় সৌদি সিপি প্রায় ২১% বেড়ে ৪৬৬ ডলারে পৌঁছেছে, একই সময়ে দেশীয় এলপিজির দাম প্রায় ২২% কমেছে, ২০২৩ সালের আগস্টে ১,১০৩ টাকা থেকে ২০২৫ সালের নভেম্বরে ৮৫৩ টাকায় পৌঁছেছে৷
advertisement
advertisement
advertisement
রান্নার গ্যাসের দাম না বদলানোর ফলে, দিল্লিতে রান্নার গ্যাসের দাম ৮৫৩ টাকা, মুম্বইতে ৮৫২.৫০ টাকা, লখনউতে ৮৯০.৫০ টাকা, আহমেদাবাদে ৮৬০ টাকা, হায়দরাবাদে ৯০৫ টাকা, বারাণসীতে ৯১৬.৫০ টাকা এবং পটনায় ৯৫১ টাকা। প্রতিটি মেট্রো সিটিতে ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে, ৮৫০ থেকে ৯৬০ টাকার মধ্যে।
advertisement






