Ashwini Vaishnaw on bullet train: কবে থেকে কোন রুটে ছুটবে বুলেট ট্রেন? বছরের শুরুতেই দিনক্ষণ জানিয়ে দিলেন রেলমন্ত্রী

Last Updated:
Ashwini Vaishnaw on bullet train: ২০২৭ সালের ১৫ অগাস্টের আগেই ভারতে ছুটবে বুলেট ট্রেন। বৃহস্পতিবার, বছরের প্রথম দিনে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুম্বই-আমদাবাদ রুটে প্রথম চালু হবে পরিষেবা।
1/5
২০২৭ সালের ১৫ অগাস্টের আগেই ভারতে ছুটবে বুলেট ট্রেন। বৃহস্পতিবার, বছরের প্রথম দিনে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুম্বই-আমদাবাদ রুটে প্রথম চালু হবে পরিষেবা।
২০২৭ সালের ১৫ অগাস্টের আগেই ভারতে ছুটবে বুলেট ট্রেন। বৃহস্পতিবার, বছরের প্রথম দিনে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুম্বই-আমদাবাদ রুটে প্রথম চালু হবে পরিষেবা।
advertisement
2/5
অশ্বিনী বৈষ্ণব বলেছেন,
অশ্বিনী বৈষ্ণব বলেছেন, "প্রথমে শুরু হবে সুরাট-বিলমোরা রুটে, তারপর বাপি-সুরাট রুটে। এরপর বাপি-আহমেদাবাদ খুলবে, তারপর ঠানে-আহমেহদাবাদ এবং সবশেষে পুরো মুম্বই-আহমেদাবাদ রুটে খুলবে"।
advertisement
3/5
রেলমন্ত্রী বলেছেন, “বুলেট ২০২৭ সালের ১৫ আগস্ট প্রস্তুত হবে। প্রথম সেকশন খুলবে সুরাট থেকে বিলমোড়া পর্যন্ত। তারপর বাপি থেকে সুরাট রুটে খুলবে। এরপর বাপি থেকে আহমেদাবাদ রুটে খুলবে, তারপর ঠানে থেকে আহমেদাবাদ রুটে খুলবে, এবং সবশেষে মুম্বই থেকে আহমেদাবাদ খুলবে।”
রেলমন্ত্রী বলেছেন, “বুলেট ২০২৭ সালের ১৫ আগস্ট প্রস্তুত হবে। প্রথম সেকশন খুলবে সুরাট থেকে বিলমোড়া পর্যন্ত। তারপর বাপি থেকে সুরাট রুটে খুলবে। এরপর বাপি থেকে আহমেদাবাদ রুটে খুলবে, তারপর ঠানে থেকে আহমেদাবাদ রুটে খুলবে, এবং সবশেষে মুম্বই থেকে আহমেদাবাদ খুলবে।”
advertisement
4/5
মুম্বই আহমেদাবাদ রুটে বুলেট ট্রেন ৫০৮ কিলোমিটার জুড়ে বিস্তৃত হবে এবং এখানে ট্রেন চলবে সর্বোচ্চ ৩২০ কিমি/ঘণ্টা গতিতে। পুরো বুলেট ট্রেন রুটে প্রায় ২ ঘণ্টা ১৭ মিনিটে যাত্রা শেষ করবে বলে আশা করা হচ্ছে।
মুম্বই আহমেদাবাদ রুটে বুলেট ট্রেন ৫০৮ কিলোমিটার জুড়ে বিস্তৃত হবে এবং এখানে ট্রেন চলবে সর্বোচ্চ ৩২০ কিমি/ঘণ্টা গতিতে। পুরো বুলেট ট্রেন রুটে প্রায় ২ ঘণ্টা ১৭ মিনিটে যাত্রা শেষ করবে বলে আশা করা হচ্ছে।
advertisement
5/5
এটি ভারতের প্রথম হাই স্পিড রেল করিডর হতে চলেছে। ২০১৭ সালে এই প্রকল্প শুরু করা  হয়েছিল। প্রথমে ডিসেম্বর ২০২৩ এর মধ্যে কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও জমি অধিগ্রহণ এবং অন্যান্য সমস্যা কারণে বাড়তি সময় লেগেছে।
এটি ভারতের প্রথম হাই স্পিড রেল করিডর হতে চলেছে। ২০১৭ সালে এই প্রকল্প শুরু করা হয়েছিল। প্রথমে ডিসেম্বর ২০২৩ এর মধ্যে কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও জমি অধিগ্রহণ এবং অন্যান্য সমস্যা কারণে বাড়তি সময় লেগেছে।
advertisement
advertisement
advertisement