Digha News: বর্ষবরণে দিঘায় কত ভিড় হল জানেন? সমুদ্র থেকে ঝাউবন, বাড়তি আকর্ষণ জগন্নাথ মন্দির
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
East Medinipur News: সমুদ্র স্নান, পিকনিক, মন্দির দর্শন আর উৎসবে মেতে উঠেছেন। প্রতিটি পার্ক থেকে সৈকতে উপচে পড়া ভিড় তারই প্রমাণ।
বর্ষবরণ উপলক্ষে থিকথিকে ভিড় দিঘায়। বছরের প্রথম দিনেই পর্যটকে উপচে পড়েছে সৈকত নগরী। দিঘার সমুদ্র সৈকত থেকে শুরু করে প্রতিটি পার্কে কানায় কানায় পর্যটক। পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। তুলনামূলক ঠান্ডা কম থাকায় সকাল থেকেই সমুদ্র স্নানে মেতে উঠেছেন। কেউ আবার সৈকতের ধারে বসে সময় কাটাচ্ছেন। বর্ষ বরণে ছবি তোলা, আনন্দ আর উচ্ছ্বাসে মুখর দিঘা। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
শুধু সমুদ্র স্নানেই সীমাবদ্ধ নেই আনন্দ। দিঘার ঝাউবনে চলছে দেদার পিকনিক। বহু পর্যটক একদিনের জন্য দিঘায় পিকনিক করতে এসেছেন। আবার অনেকে আগেভাগেই হোটেল বুকিং করে ছোট্ট ট্রিপে এসেছেন। ঝাউবনের বিভিন্ন জায়গায় পিকনিকের রকমারি পদের রান্না। গান, গল্প আর খাওয়া দাওয়ায় মেতে উঠেছেন পিকনিকপ্রেমীরা। বর্ষবরণের আনন্দে ঝাউবন যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
advertisement
বুধবার রাত থেকেই শুরু হয় বর্ষবরণের উন্মাদনা। দিঘা বিচ ফেস্টিভ্যাল ছিল পর্যটকদের অন্যতম আকর্ষণ। নানান শিল্পী সমন্বয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন হোটেলেও ছিল নাচ, গান ও ডিজে পার্টি। আলোয় সাজানো হোটেল চত্বর নজর কেড়েছে পর্যটকদের। রাতভর আনন্দে মেতে ছিলেন পর্যটকরা। নতুন বছরকে স্বাগত জানাতে দিঘা শহর জেগে ছিল সারারাত।
advertisement
বর্ষবরণে ভিন্ন রূপে দেখা যায় দিঘার জগন্নাথ মন্দিরকেও। সকাল থেকেই মন্দিরে ভক্তদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। নতুন বছরের প্রথম দিনে প্রভুর দর্শনে ভিড় জমান ভক্তরা। পরিবার নিয়ে মন্দিরে পুজো দিতে আসেন ভক্তরা। মন্দির চত্বর ভরে ওঠে ভক্তির আবেশে। দিনভর জগন্নাথ মন্দিরে রয়েছে ভোজন কীর্তন ও নানা আয়োজন।
advertisement
পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দিঘায় মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ বাহিনী। পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীরাও দায়িত্বে রয়েছেন। সমুদ্র সৈকত ও জনবহুল এলাকায় চলছে দফায় দফায় টহলদারি। জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও নজরদারি চালাচ্ছেন। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন।
advertisement
সব মিলিয়ে বর্ষবরণে দিঘা যেন আনন্দে মেতে উঠেছে। ২০২৬ সালের শুরুটা স্মরণীয় করে তুলতে কোনও খামতি রাখছেন না পর্যটকরা। সমুদ্র স্নান, পিকনিক, মন্দির দর্শন আর উৎসবে মেতে উঠেছেন। প্রতিটি পার্ক থেকে সৈকতে উপচে পড়া ভিড় তারই প্রমাণ। নতুন বছরের আনন্দ যাতে কোথাও ব্যাহত না হয়। বছরের প্রথম দিনে উৎসব, উচ্ছ্বাস আর আনন্দে ভাসছে সৈকত নগরী। (তথ্য ও ছবি : মদন মাইতি)





