Road Accident: ছেলেকে বিমানবন্দরে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা-মা, সজোরে ট্যাঙ্কারে ধাক্কা মারল গাড়ি! মুহূর্তে শেষ পরিবার
- Reported by:Saradindu Ghosh
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Road Accident: ছেলে সদ্য চাকরি পেয়েছিল মুম্বইয়ে, বাবা মা তাকে ছাড়তে যাচ্ছিল দমদম বিমান বন্দরে। বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত তিনজনই। নতুন বছরের প্রথম দিনেই শেষ গোটা পরিবার।
বর্ধমান: ছেলে সদ্য চাকরি পেয়েছিল মুম্বইয়ে, বাবা মা তাকে ছাড়তে যাচ্ছিল দমদম বিমান বন্দরে। বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত তিনজনই। নতুন বছরের প্রথম দিনেই শেষ গোটা পরিবার। জানা গিয়েছে, তাদের বাড়ি দুর্গাপুর সিটি সেন্টারে। বাবা মা ছেলে মৃত। ছেলে সেখ শাহানওয়াজ মুম্বইয়ে চাকরি করে। তাকে দমদম এয়ারপোর্ট ছাড়তে যাচ্ছিলেন বাবা সেখ মহম্মদ মুর্শেদ, মা রেজিনা খাতুন। তাঁরা সকলেই মৃত, আহত হয়েছেন চালক সাহেব মুন্সি।
আরও পড়ুন: উত্তরবঙ্গে তুষারপাত হলেও দক্ষিণবঙ্গে এসব জেলায় পড়বে গরম, শুক্রবার থেকেই বাড়বে তাপমাত্রা
জানা গিয়েছে, গ্যাস ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে তাদের চারচাকা গাড়ির ধাক্কা। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ৩ জনের, আহত গাড়ির চালক। বর্ধমানে ১৯ নং জাতীয় সড়কের জোতরাম এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শক্তিগড় থানার পুলিশ।
advertisement
advertisement
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,কলকাতা অভিমুখী গ্যাস ট্যাঙ্কারের পিছনে দুর্গাপুর থেকে কলকাতাগামী চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারার ফলে চারচাকা গাড়িতে থাকা চালক-সহ ৪ জন গুরুতরভাবে আহত হন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত বলে ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় গাড়ির চালক চিকিৎসাধীন, কী ভাবে ঘটল দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: ১২০ কিলোমিটার ক্ষমতাসম্পন্ন পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের সফল প্রথম পরীক্ষা
এলাকার বাসিন্দারা বলছেন, “নতুন বছরের প্রথম দিন যে এরকম ঘটনা ঘটবে তা ভাবতেই পারছি না। চারচাকা গাড়িটি চলন্ত গ্যাস ট্যাঙ্কারটির পেছনে ধাক্কা মেরে আটকে যায়। সেই অবস্থায় গ্যাস ট্যাঙ্কারটি বেশ কিছুটা এগিয়ে যায়। এলাকার লোকজন চিৎকার করে গ্যাস ট্যাঙ্কারের চালকের দৃষ্টি আকর্ষণ করে। এরপর চালক গ্যাস ট্যাঙ্কারটি থামায়”। তৎক্ষণাৎ এলাকার বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায়। ঘটনাস্থলে পৌঁছয় শক্তিগড় থানার পুলিশ। চারচাকা গাড়ির চার জনকে উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত চালক ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানিয়েছে, সঙ্গে থাকা কাগজপত্র ও মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে মৃতদের পরিচয় জানা সম্ভব হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 01, 2026 8:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: ছেলেকে বিমানবন্দরে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা-মা, সজোরে ট্যাঙ্কারে ধাক্কা মারল গাড়ি! মুহূর্তে শেষ পরিবার










