Paschim Bardhaman News : সাত থেকে দশ দিনেই গাছে ফুল, শীতের শুরুতেই নার্সারিমুখো মানুষ 

Last Updated:

প্রস্তুতি শুরু হয়েছে কয়েক মাস আগে থেকেই। গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন রকম ফুলের চারা তৈরি করে রাখা হয়েছে। তাছাড়াও পিটুনিয়ার মত ফুলের চারার চাহিদাও ভালই রয়েছে।

+
বাড়িতে

বাড়িতে রোপন করার জন্য প্রস্তুত গোলাপ চারা।

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : আবহাওয়ার খামখেয়ালীপনা শেষে শুরু হয়েছে শীতের প্রথম ইনিংস। নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। ঠাণ্ডাহওয়ার কামড় ভালই অনুভব করা যাচ্ছে সকাল ও সন্ধ্যা বেলায়। আর এমন মনোরম আবহাওয়া গায়ে লাগতেই মানুষজন নার্সারিমুখী হয়ে উঠেছেন। কারণ শীতে শখের ছাদ বাগান অথবা বাড়ির বাগানটা সাজিয়ে তুলতে হবে নানান রঙিন ফুলে।
ক্রেতাদের আবদার মেটাতে প্রস্তুত নার্সারি মালিকরাও। যদিও প্রস্তুতি শুরু হয়েছে কয়েক মাস আগে থেকেই। গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন রকম ফুলের চারা তৈরি করে রাখা হয়েছে। তাছাড়াও পিটুনিয়ার মত ফুলের চারার চাহিদাও ভালই রয়েছে বলে জানিয়েছেন নার্সারীর কর্মী থেকে মালিকপক্ষ সকলেই। অন্যদিকে নামিদামি ফুলের চারা রাখা হচ্ছে নার্সারিতে। কারণ এখন অনেকেই চেনা ফুলের বাইরে অচেনা ফুলও বাড়িতে রাখতে চাইছেন।
advertisement
advertisement
আবার ক্রেতাদের চাহিদা মত গাছের চারাগুলির বেশিরভাগ কাজ প্রস্তুত করে রাখা হচ্ছে। নার্সারিতে বর্তমানে যে চারাগুলির সব থেকে বেশি চাহিদা রয়েছে, সেগুলি বাড়িতে এনে রোপন করলে সাত থেকে দশ দিনের মধ্যেই ফুল ফোটা শুরু করবে। এই বিষয়ে নার্সারির কর্মচারীরা বলছেন, যেহেতু শীত শুরু হয়ে গিয়েছে, তাই ফুলের সিজন চলে এসেছে।
advertisement
তাই নার্সারিমালিক এবং কর্মচারীরা বলছেন, এখন যদি ক্রেতারা পুরো গাছ প্রস্তুত করতে চান, তাহলে অনেকটা সময় পেরিয়ে যাবে। তাই চারাগুলি এমনভাবে প্রস্তুত করে রাখা হয়েছে, যাতে এক সপ্তাহের মধ্যেই ফুল ফুটতে শুরু করে। যে সমস্ত ফুলের চারাগুলি বেশি বিক্রি হচ্ছে সেগুলির বিভিন্ন
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
গুণগতমান অনুযায়ী নানারকম দামও রাখা হয়েছে। আর পছন্দ অনুযায়ী দাম দিয়ে পছন্দের ফুলগাছ ঘরে নিয়ে যাচ্ছেন ক্রেতারা।
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Bardhaman News : সাত থেকে দশ দিনেই গাছে ফুল, শীতের শুরুতেই নার্সারিমুখো মানুষ 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement