Flowers For Winter: শীত মানেই ফুলের ছড়াছড়ি! দেখে নিন আপনার ঘর বাগান সাজানোর সেরা ৫ ফুল

Last Updated:
শীতে ঘরে আনতে পারেন গোলাপ। নানা রঙের গোলাপে সেজে উঠবে আপনার ঘর
1/6
শীতে ঘরের বাগান সাজাতে বেছে নিতে পারেন এই ৫ ফুল। যেগুলি কম সময়ে সাজিয়ে তুলবে আপনার ঘর।
শীতে ঘরের বাগান সাজাতে বেছে নিতে পারেন এই ৫ ফুল। যেগুলি কম সময়ে সাজিয়ে তুলবে আপনার ঘর।
advertisement
2/6
ঘরে গোলাপ ফুলের গাছ লাগাতে ভালবাসেন সবাই। এই শীতে ঘরে আনতে পারেন গোলাপ। নানা রঙের গোলাপে সেজে উঠবে আপনার ঘর।
ঘরে গোলাপ ফুলের গাছ লাগাতে ভালবাসেন সবাই। এই শীতে ঘরে আনতে পারেন গোলাপ। নানা রঙের গোলাপে সেজে উঠবে আপনার ঘর।
advertisement
3/6
শীতকালে এলেই চারিদিকে চোখে পড়ে গাঁদা ফুলের সমাহার। এই শীতে আপনার বাগান সাজিয়ে তুলতে গাঁদা ফুলের জুড়ি মেলা ভার।
শীতকালে এলেই চারিদিকে চোখে পড়ে গাঁদা ফুলের সমাহার। এই শীতে আপনার বাগান সাজিয়ে তুলতে গাঁদা ফুলের জুড়ি মেলা ভার।
advertisement
4/6
চন্দ্রমল্লিকা। ছোট বড় নানা রঙের চন্দ্রমল্লিকা আপনার ঘর সাজিয়ে তুলবে খুব সহজেই। শীতে এই গাছ ঘরে থাকলে ফুলেই অভাব হবে না।
চন্দ্রমল্লিকা। ছোট বড় নানা রঙের চন্দ্রমল্লিকা আপনার ঘর সাজিয়ে তুলবে খুব সহজেই। শীতে এই গাছ ঘরে থাকলে ফুলেই অভাব হবে না।
advertisement
5/6
ডালিয়া ফুল যেন শীতের পরিপূরক অঙ্গ। অল্প যত্নেই এই ফুলের গাছ বড় হয়ে ওঠে বাড়িতে। লাল, হলুদ, গোলাপি রঙের বড় বড় ডালিয়া ঘরের শোভা বাড়িয়ে দেবে।
ডালিয়া ফুল যেন শীতের পরিপূরক অঙ্গ। অল্প যত্নেই এই ফুলের গাছ বড় হয়ে ওঠে বাড়িতে। লাল, হলুদ, গোলাপি রঙের বড় বড় ডালিয়া ঘরের শোভা বাড়িয়ে দেবে।
advertisement
6/6
আপনার ঘরের বারান্দা হোক বা বাগান, টবে থাকা পিটুনিয়া আপনার ঘর নানান রঙে ভরিয়ে তুলবে। থোকা থোকা মিশ্র রঙের পিটুনিয়া নজর কাড়বে সবার।
আপনার ঘরের বারান্দা হোক বা বাগান, টবে থাকা পিটুনিয়া আপনার ঘর নানান রঙে ভরিয়ে তুলবে। থোকা থোকা মিশ্র রঙের পিটুনিয়া নজর কাড়বে সবার।
advertisement
advertisement
advertisement