Paschim Medinipur: মুকুটে নতুন পালক, এবার ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ পাঠদান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
পূর্ব অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়-এর সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যৌথ পাঠদান প্রক্রিয়া শুরু হল মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে
#পশ্চিম মেদিনীপুর: পূর্ব অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়-এর সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যৌথ পাঠদান প্রক্রিয়া শুরু হল মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। মঙ্গলবার,১০ মে থেকে এই ভার্চুয়াল বা অনলাইন পাঠদান প্রক্রিয়ার প্রাথমিক পর্বের সূচনা হয়, বৃহস্পতিবার, ১২ মে দ্বিতীয় পর্বে এই যৌথ প্রদান প্রক্রিয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি বা একাডেমিক কো-অপারেশন মিটিং বিষয়ে আলোচনা হয়। এই পর্বের শুভ সূচনা করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু।
এ'দিনের এই যৌথ পাঠদান প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন, ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন কুক। এছাড়াও ছিলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী, বিজ্ঞান এবং কলা ও বাণিজ্য বিভাগের দুই অধ্যক্ষ বা ডিন। মার্চ মাসের শেষ সপ্তাহে-ই এই যৌথ পাঠদান প্রক্রিয়া সম্পর্কিত সম্মতিসূচক চিঠি পাঠানো হয়েছিল ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে।
advertisement
আগামী দিনে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হতে পারে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাশিয়ার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের মৌ স্বাক্ষরিত হয়েছে রাজ্য সরকারের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে। এছাড়াও, ভাষাশিক্ষা-লোকসংস্কৃতি-লোকসঙ্গীত প্রভৃতি বিষয়ে যৌথ পাঠদান, গবেষণা ও সমীক্ষা প্রভৃতি যৌথভাবে চালানোর জন্য জার্মানির নুরেমবার্গ মিউজিক বিশ্ববিদ্যালয়-এর সঙ্গেও বিশ্ববিদ্যালয়ের যৌথ পাঠদান প্রক্রিয়া শুরু হতে চলছে বলেও জানা গিয়েছে। শুক্রবার এই প্রক্রিয়া কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানিয়েছেন ইংরেজি বিভাগের প্রধান ড. ইন্দ্রনীল আচার্য। এদিনের পাঠদান প্রক্রিয়ায় ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি, ইতিহাস এবং সোশ্যাল সায়েন্স বিভাগের বেশ কিছু পড়ুয়া অংশগ্রহণ করেছিলেন । এই প্রক্রিয়ার শুভ সূচনা হয়ে যাওয়ায় উপাচার্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অধ্যাপকদের ধন্যবাদ জানান।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2022 9:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur: মুকুটে নতুন পালক, এবার ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ পাঠদান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের