West Bengal news: শিক্ষকের অভাবে দুর্ভোগে পড়ুয়ারা, ক্ষোভ অভিভাবকদের

Last Updated:

West Bengal news: ছাত্রছাত্রীদের ভবিষ্যতের মান নির্ণয় হয় পড়াশোনার উপর নির্ভর করে। তাই পড়ুয়াদের জীবনে বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। কিন্তু সেখানেই যদি শিক্ষার ঘাটতি তৈরি হয় তাহলে দুশ্চিন্তার মধ্যে পড়ে যান অভিভাবকেরা।

+
 বলরামপুর

 বলরামপুর ফতেপুর জুনিয়র হাই স্কুল

পুরুলিয়া: ছাত্রছাত্রীদের ভবিষ্যতের মান নির্ণয় হয় পড়াশোনার উপর নির্ভর করে। তাই পড়ুয়াদের জীবনে বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। কিন্তু সেখানেই যদি শিক্ষার ঘাটতি তৈরি হয় তাহলে দুশ্চিন্তার মধ্যে পড়ে যান অভিভাবকেরা।
advertisement
পুরুলিয়া জেলার বলরামপুরের উত্তর-চক্রের ফতেপুর জুনিয়র হাই স্কুল। এই স্কুলে মোট পড়ুয়া সংখ্যা ৩১ জন। কিন্তু এই বিদ্যালয়ের শিক্ষিকা মাত্র একজন। তাতেই এই বিদ্যালয় থেকে পড়ুয়ার সংখ্যা প্রতিনিয়ত কমতে শুরু করেছে। অভিভাবকদের অভিযোগ স্কুলে ঠিকমতো পড়াশোনা হয় না। তাহলে ছেলে মেয়েদের সেখানে পাঠাবেন কি কারণে?
advertisement
শুধুমাত্র মিড ডে মিলের রান্না করা খাবার খাওয়ার জন্য তারা তাদের সন্তানদের ওই বিদ্যালয়ে পাঠাবেন না। অতি শীঘ্র এই বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বাড়ানো হোক এমনটাই দাবি রাখছেন তারা। এ বিষয়ে ফতেপুর জুনিয়র হাই স্কুলের টিচার ইনচার্জ চৈতালী রক্ষিত বলেন, ২০২২ সালের জুন মাস থেকে তিনি একাই এই বিদ্যালয়টি চালাচ্ছেন। বিগত দু-মাস আগেই একজন অতিথি শিক্ষক এই বিদ্যালয়ে নিয়োগ হয়েছেন। এই ভাবে স্কুল চালানো একেবারেই সম্ভব হয়ে উঠছে না তাদের পক্ষে।
advertisement
অভিভাবকেরাও এই বিদ্যালয়ের উপর থেকে আস্থা হারাচ্ছেন। বিষয়টি অফিশিয়ালি সমস্ত জায়গায় জানানো হয়েছে। এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ স্মরজিৎ মাহাতো জানান, দীর্ঘদিন ধরে শিক্ষকের অভাবে সমস্যার মধ্যে পড়েছে পুরুলিয়ার বলরামপুরের ফতেপুর জুনিয়র হাই স্কুলের পড়ুয়ারা। বাড়ছে স্কুলছুটের সংখ্যা।
advertisement
এই সমস্যার কবে সমাধান হবে সেই অপেক্ষাতেই রয়েছেন অভিভাবকেরা। কবে আবার বলরামপুরের এই স্কুল ফের পুরোদমে ছাত্রদের পড়াশোনা করাতে সক্ষম হয়, সেই দিকেই তাকিয়ে অভিভাবকেরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: শিক্ষকের অভাবে দুর্ভোগে পড়ুয়ারা, ক্ষোভ অভিভাবকদের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement