Shreyas Iyer Injury Update: সিরিজ শেষে খারাপ খবর! শ্রেয়সের চোট নিয়ে এল বড় আপডেট, জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shreyas Iyer Injury Update: শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচে হর্ষিত রানার বলে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে তিনি বাঁ পাঁজরে আঘাত পান।
ভারতের ওয়ানডে দলের নতুন সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন। শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচে হর্ষিত রানার বলে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে তিনি বাঁ পাঁজরে আঘাত পান। ক্যাচটি নিখুঁতভাবে ধরলেও মাটিতে পড়ে গিয়ে তার পাঁজরে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে দলের ফিজিও কমলেশ জৈন মাঠে গিয়ে তাঁর প্রাথমিক চিকিৎসা করেন। কিন্তু ব্যথা না কমায়, তাকে মাঠ থেকে সরিয়ে নেন এবং পরে সতর্কতামূলকভাবে হাসপাতালে পাঠানো হয়।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রেয়সের বাঁ দিকের পাঁজরে চোট লেগেছে এবং আরও পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বোর্ডের এক সূত্র পিটিআইকে জানান, “প্রাথমিক পরীক্ষায় পাঁজরে চোটের বিষয়টি ধরা পড়েছে, তাই অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। দেশে ফেরার পর তাকে সেন্টার অফ এক্সেলেন্সে রিপোর্ট করতে হবে।” তবে যদি হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে, তাহলে সেরে উঠতে আরও সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
এই চোটের কারণে ৩০ নভেম্বর রাঁচিতে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওডিআইতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিসিআই সূত্র জানিয়েছে, “এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। যদি তিন সপ্তাহের মধ্যে ‘রিটার্ন টু প্লে’ পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে সিরিজ শুরুর আগে ফিরতে পারেন। তবে সময় খুবই সীমিত।”
advertisement
বর্তমানে একমাত্র ওয়ানডে ফরম্যাটেই ভারতের হয়ে খেলছেন শ্রেয়স আইয়ার। পিঠের সমস্যার কারণে তিনি গত ছয় মাস লাল বলের ক্রিকেট থেকে দূরে আছেন এবং কিছুদিন ধরে টি-টোয়েন্টি দলেও নির্বাচিত হচ্ছেন না। অস্ট্রেলিয়া সিরিজে তার ব্যাটিং ছিল চোখে পড়ার মতো—অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে নতুন স্টান্সে ব্যাট করে তিনি করেছিলেন ৬১ রান।
advertisement
আরও পড়ুনঃ Virat Kohli: ম্যাচ শেষে সিডনিতে কোহলির দেশপ্রেম মন ছুঁয়ে গেল সকলের! কী করলেন বিরাট? ভাইরাল ভিডিও
উল্লেখ্য, শ্রেয়স আইয়ার ওডিআই ক্রিকেটে এখন পর্যন্ত ২৯১৭ রান করেছেন এবং ৩০০০ রানের মাইলফলক থেকে মাত্র ৮৩ রান দূরে আছেন। তার চোট ভারতের মধ্যক্রমে সাময়িক শূন্যতা তৈরি করতে পারে। তবে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ৯ উইকেটে জিতে সিরিজের সমাপ্তি করেছে রোহিত শর্মা ও বিরাট কোহলির দুর্দান্ত ইনিংসের সুবাদে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2025 10:56 PM IST

